বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

মুজিবনগরে কুষ্ঠ রোগ বিষয়ক ওরিয়েন্টেশন সভা

Image may contain: 4 people , people smiling , people sitting and people standing কুষ্ঠ রুগীর লক্ষন ও চিকিৎসা বিষয়ক ওরিয়েন্টেশন সভা করেছে মেহেরপুর সি.বি.এস.ডি.পি নামের একটি সংগঠন। আজ বুধবার সকালে দারিয়াপুর  ইউনিয়ন পরিষদে এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বুকুলের সভাপতিত্বে ওই সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যবস্থাপক সন্ধ্যা মন্ডল, ম্যানেজার মিস কৃষ্ণ চক্রবতী, দিলেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিনিয়র প্রজেক্ট আফিসার খালেকুজ্জামান ও রোজ মেরী খুশি পাল। ওরিয়েন্টেশন সভায় ভিজিডি‘র ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন। অনুরুপ‘ গত মঙ্গলবার মোনাখালী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানের সভপতিত্বে কুষ্ঠ রুগীর লক্ষন ও চিকিৎসা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে মুজিবনগরে এ্যাডভোকেসী সভা

Image may contain: 4 people , people sitting
আগামি ১০ই ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন সফল করতে এ্যাডভোকেসী সভা করেছে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত অবহিত করণ সভায় সভাপতিত্ব
করেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, এস.আই সুলতাল মাহাম্মদ প্রমুখ। স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে যার যার অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রাতকানা রোগ প্রতিরোধসহ শিশুর মানসিক ও শারীরিক বিকাশে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাসপুল খাওয়ানোর আহাবান জানান ডা. আবু হেনা মোহাম্মদ জামাল।

মুজিবনগরে মোড়ক উন্মোচন করা হল এমডি মনিরের প্রথম একক কাব্যগ্রন্থ “অন্তরালে’

Image may contain: 5 people , people sitting, people standing and indoor
মেহেরপুরে এমডি মনিরের প্রথম একক কাব্যগ্রন্থ ‘অন্তরালে’র মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার
বিকেলে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বইটির মোড়ক উন্মোচন করেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক, লেখক ও লোকগবেষক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বিশেষ অতিথি ছিলেন যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফিজুর রহমান টিপু, টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারি শিক্ষক শাহাজান  আলী, কথা সাহিত্যিক শ্বাশত নিপ্পন। স্বাগত বক্তব্য রাখেন ‘অন্তরালে’র লেখক এম ডি মনির। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সহকারি শিক্ষক সানোয়ার হোসেন, এ্যাড. সাইফুল ইসলাম সাহেব, মফিজুর রহমান মফিজ। উল্লেখ্য, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের জামারুল ইসলাম ও মেহেজান খাতুনের সন্তান এমডি মনির। তিন ভাইয়ের মধ্যে মেজ। তিনি টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পাশ করেন। তারপর মেহেরপুর সরকারি কলেজে
ভর্তি হয়ে এইস.এস.সি পাশ করে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। পাশপাশি লেখালেখির কাজ চালিয়ে যান। এই প্রথম প্রকাশিত হলো তার লেখা একক কাব্যগ্রন্থ ‘অন্তরালে’

মুজিবনগর থেকে ১শ গ্রাম গাঁজাসহ মাদক সেবী সোহাগ আটক

Image may contain: 3 people , people standing
মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে ১শ গ্রাম গাঁজাসহ সোহাগ (২২) নামের এক আটক করেছে পুলিশ। আজ রবিবার বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। সে আনন্দবাস গ্রামের সাত্তার আলী ছেলে। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন জানান, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতি মুজিবনগর থানার এস.আই ইয়ামিন, এ.এস.আই আলাউদ্দীন, এ.এস.আই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে তারানগর বালিকা বিদ্যালয়ের রাস্তায় অভিযান চালাই। এ সময় সেখান থেকে সোহাগকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

“সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির আওতায় মুজিবনগর সমন্বয় সভা

Image may contain: 4 people , people sitting and indoor

“সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি)” কর্মসূচির (পিএসকেএস) আওতায় মোনাখালী ইউনিয়ন পরিষদে সমন্বয় সভা করেছে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি। আজ শনিবার সকালে মোনাখালী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমন্বয় সভায়
সভাপতিত্ব করেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি নির্বাহী পরিচালক মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার এস.আই মতিউর রহমান, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি প্রকল্প সমন্বয়কারী কামরুল আলম ও সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা জি এম মহাসীন, রফিকুল ইসলাম (অপা), ইউপি সদস্য সাফায়াত হোসেন প্রমুখ। গর্নমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ বিভিন্ন
শ্রেণী পেশার মানুষ সমন্বয় সভায অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র প্রজেক্টরের মাধ্যেমে উপস্থাপনা করা হয়।

Image may contain: 1 person , people sitting, table and indoor

মুজিবনগর মোনাখালী ইউপি ক্রিকেট টুর্নামেন্ট’১৬ এর উদ্বোধন


মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীর উদ্যোগে মোনাখালী ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মোনাখালী ফুটবল খেলার মাঠে ক্রিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, ইউপি সদস্য মফিজুর রহমান মফিজ, রেজাউল ইসলাম, দুল্লপ হোসেন এবং সার্বিক পরিচালনায় আব্দুল খালেক ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শিবপুর একাদশ ৯১ রানে কোলা একাদশকে পরাজিত করেছে। টসে জিতে কোলা
একাদশ শিবপুর একাদশকে ব্যাট করার আমন্ত্রন জানায়। শিবপুর একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে
৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করে নাজিদুল। জবাবে খেলতে নেমে কোলা একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করে। বিজয়ী দলের নাজিদুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ১২টি দল অং
শ নিচ্ছে।