বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাবা সমাবেশ ২০১৬

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাবা সমাবেশ ২০১৬ ইং পালিত।
প্রধান অতিথি মোঃ গোলাম ফারুক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । বিশেষ অতিথি এস আই মোঃ ইয়ামিন আলী সেকেন্ড অফিসার মুজিবনগর থানা ।  আবুল কালাম আজাদ উপ-প্রকল্প পরিচালক পলাশীপাড়া সমাজ কল্যান সমিতি । সভাপতি জাহিদ হাসান রাজিব সভাপতি ম্যানেজিং কমিটি দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় । স্বাগত বক্তা
মোঃ আনারুল ইসলাম প্রধান শিক্ষক দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মুজিবনগর, মেহেরপুর। আয়োজনে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয সার্বিক সহযোগিতা- পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি ও সেভ দ্যা চিলড্রেন, মেহেরপুর।

মেহেরপুরের শুভরাজপুর গ্রামে বিজিবি ক্যাম্পের উদ্বোধন




সীমান্তে নজরদারি বাড়াতে মেহেরপুর গাংনী উপজেলার শুভরাজপুর গ্রামে বিজিবি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শুভরাজপুর সীমান্তে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল
 










বিস্তারিত ........ http://www.meherpurnews24.com/?p=20033

মুজিবনগরে কৃষি উপকরণ বিতারণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান

Rezaul Karim Reza's photo.মেহেরপুরের মুজিবনগর কৃষকদের নিয়ে ২য়
বহুমুখীকরণ প্রকল্পের আওতায় নিরাপদ সীম ও মরিচ
কলাকৌশলের উপর প্রশক্ষিণ অনুষ্ঠিত হয়েছে। আজ
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে এ
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম.মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাঃ মোফাক্খারুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অফিসার মুসফিকা সুলতানা। এ কৃষক প্রশিক্ষণে ৫০ জন কৃষাণ- কৃষাণী অংশ নেয়। পরে উপজেলা চত্তরে চাষী পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ ্উপাদন, সংরক্ষন ও বিতাণ প্রকল্পের আওতায় বিনামূল্যে উফসি জাতের ব্রিধান-২৮,২৯,৫৮ ও ৬৩ ভিক্তি ধান বীজ এবং মাস কলাইয়ের বীজ সংরক্ষণেরজন্য পাত্র প্রদান করা হয়।
Rezaul Karim Reza's photo.