রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

শুভ হোক নতুন বছর ২০১৭

প্রতিদিনের মত আজো সূর্য উঠেছে। শীতের কুয়াশা সরিয়ে উঁকি দিয়েছে উজ্জ্বল রোদ। কিন্তু অন্য যে কোন দিনের চাইতেআজকের ভোরের আলোতে যেন বেশি মায়া মাখানো। যেন অনেক স্বপ্নের কথা বলছে সে। সামনের দিনগুলোতে অনিশ্চয়তা কেটে গিয়ে শুভময়তা ছড়িয়ে যাবে— আশাজাগানিয়া কিরণ যেন সে দ্যুতিই ছড়িয়ে দিচ্ছে প্রত্যেকের মনে-প্রাণে। আছে দুঃখ. আছে মৃত্যু, বিরহদহন লাগে।/ তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এ কথার মতই দুঃখ, কষ্ট সবকিছু কাটিয়ে নতুন জীবনের দিকে যাত্রার প্রেরণা নেবে মানুষ। নতুন বছরটি যেন সমাজ জীবন থেকে, প্রতিটি মানুষের মন থেকে সকল গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। রাজনৈতিক হানাহানি থেমে গিয়ে আমাদের প্রিয় স্বদেশ যেন সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে।
“In everything there must be a season, a time to come
and a time to go,
I pray that this New Year brings to you all happiness
and joy forever and ever.”
Happy New Year 2017.
 

ওয়াকিল আহমেদ পরিচালিত ছবি 'কত স্বপ্ন কত আশা। এটি মুক্তি পাচ্ছে চলতি মাসে।

ওয়াকিল আহমেদ পরিচালিত ছবি 'কত স্বপ্ন কত আশা। এটি মুক্তি পাচ্ছে চলতি মাসে। ছবিটি নিয়ে বাপ্পি-পরীর অনেক আশা, অনেক স্বপ্ন। দর্শকদের ভালোবাসার অপেক্ষায় এই জুটি।
Image may contain: 3 people, people standing and text

মুজিবনগর জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আনন্দ র্যালী

Image may contain: one or more people and people standing
মুজিবনগর জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমী ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় উপজেলায় প্রথম হওয়াই কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা, আনন্দ র্যালী এবং পুরস্কার বিতারণ করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১০টার দিকে একাডেমীর প্রাঙ্গণে চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী মিসেস নিসা, প্রধান শিক্ষক আজিজুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান
হারুন অর রশিদ বেবি ও বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ সাদিদ ও প্রধান শিক্ষক ওমর ফারুক। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যক্তিগত তহবিল থেকে ২৯জন এ প্লাস ও ২২ জন এ গ্রেড প্রাপ্ত সফলতা অর্জনকারী ছাত্র/ছাত্রদীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ও মহির শেখ। শেষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কৃতী ছাত্র ছাত্রীদের নিয়ে আনন্দ র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
Image may contain: 4 people
Image may contain: 7 people, people standing and outdoor
Image may contain: 14 people, people standing

প্রথমা গোল্ডেন প্লাস পেয়েছে

Image may contain: 1 person, closeup মুজিবনগর জিনিয়াস প্রি ক্যাডেট একাডেমীর ছাত্রী ২০১৬ পি এসসি পরীক্ষায় প্রথমা ইয়াসমিন গোল্ডেন প্লাস পেয়েছে। সে মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের আরশাদ মল্লিকের নাতনী ও দৈনিক আকাশ খবরের মুজিবনগর ব্যুরো প্রধান ও প্রথমা মেডিকেল হলের স্বত্তাধিকারী রেজাউল করিম রেজা ও তার পত্নী রিনা সুলতানা রেজার ১মাত্র কন্যা। প্রথমা গোল্ডেন প্লাস পাওয়াই আজ তাকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আকাশ খবরের প্রকাশক ও সম্পাদক এড,তছিরুল আলম মালিক ডিউক, ভারপ্রাপ্ত সম্পাদক তানজির আহমেদ রনি ও বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান মনি।
ভবিষ্যতে প্রথমা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত
মানুষ হতে চায়। এ জন্য সকল স্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছে সে।
Image may contain: 1 person, sitting

মুজিবনগর উপজেলায় জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমী পি.এস.সি পরীক্ষায় সেরা

Image may contain: 39 people
মুজিবনগর উপজেলায় পিএসসি পরীক্ষায় সেরা হয়েছে “জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমী”। পরীক্ষায় পাশের হার শত ভাগ। ২৯ জন জিপিএ ৫ পেয়েছে তারা হলে আকাশ ইকবাল, গালিব রাব্বি, আতাউল্লা আল মাহমুদ, এস. এম. সাজ্জাদ,
মারুফ হোসেন, সোহান, আবু-সাঈদ, আবু খালেক, সামিউল ইসলাম, রাসেল, মেহেদী হোসেন, জুনায়েত হোসেন, হাছিবুল, ছাব্বির, সরফরাজ আহম্মেদ, আল শাহরীয়া খাঁন, তানবীর, সাইমুম আহম্মেদ, আরিফুল, সুরাইয়া আক্তার, ফাইরুজ আনিকা, জান্নাতুল মাওয়া, নুসরাত তাবাসসুম রীফা, সুমাইয়া, প্রথমা ইয়াসমীন, উম্মে হাবীবা, তাসনীম, মীম ও সুমাইয়া আক্তার মারিয়া। এ গ্রেড পেয়েছে ২২জন, তাদের নাম হলে রাব্বিউল, তানভির, আরিফুল, রকিবুল হাসান, ওয়ালিদ হাসান, খালিদ বিন ওয়ালিদ, সাজ্জাদ, লিখন, এজাজ মাহমুদ, আশিক, সাঈদ হোসেন, আব্দুল মুজাইদ, সামিয়া,ফাউজিয়া করিম, ফাতিহা খাতুন, সানজিদা ইয়াসমিন, সাধীনা, প্রীতি আক্তার, খাদিজা খাতুন, কামিনি, সাদিয়া ও জেনেফার সপ্তর্ষী মল্লিক। শতভাগ ভাগ পাশ করেছে।

জেলা পরিষদ নির্বাচন : নব নির্বাচিত চেয়ারম্যানের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন

Image may contain: 20 people, people standing and outdoor
মেহেরপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করেছে। আজ বৃহস্পতিবার বিকেল আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী নিয়ে তিনি পুষ্পার্ঘ অর্পন করেন। এ সময়য়
সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসানের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী, জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক ও কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, নির্বাচিত ওয়ার্ড সদস্য শাহিন উদ্দীন, আজিমুলবারী মুকুল, ইমতিয়াজ হোসেন মিরন, তৈহিদ মুর্শেদ, মজিরুল ইসলাম, মোহাম্মদ আলী ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য শাহানা ইসলাম শান্তনা, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম
পেরেশানসহ আওয়ামী লীগের নেতা- কর্মীরা এ সময় খানে উপস্থিত ছিলেন।এর আগে শহরের হোটেলবাজার মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃদীতে পুষ্পার্ঘ অর্পন করেন তারা।
Image may contain: 10 people, outdoor
Image may contain: 26 people, people smiling, crowd and outdoor
Image may contain: 19 people, people smiling, people standing and outdoor