শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

মেহেরপুরে এক অটোরিক্সা চালকে শ্বাসরোধ করে হত্যা।

মেহেরপুর সদর উপজেলার টেংরামারি গ্রামের মাঠ থেকে এনায়েত হোসেন খান (৪২) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে ইজিবাইক নিয়ে পালিয়েছে গেছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা শেষে ইজিবাইকটি নিয়ে গেছে। হত্যাকারীদের আটকসহ ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার সকাল ৯ টার দিকে মেহেরপুর সদর থানার এস আই সায়েম আলী ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। নিহত এনায়েত খান মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার মৃত জলিল খানের ছেলে।
জানা গেছে, সদর উপজেলার টেংরামারি গ্রামের রাস্তার পাশে হাত-
পা বাধা অবস্থায় এনায়েত খানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে এনায়েতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে।
নিহত এনায়েত খানের মা নুরজাহান খাতুন বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজা-খুজি করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল বলে তার মা জানান।

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

মুজিবনগর প্রতিনিধি::: ১১নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে বাগোয়ান ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মুজিবনগর শেখ হাসিনা চত্তরে ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমানের মুংলার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঃ বাবুল মল্লিক। আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা টিপু সুলতান , ইমাজদ্দিন , রিপন , শফিকুল ,  ইমরান, খাদেম, ঝুটিকা , লালটু, অমর, আমীর হোসেন  উপস্হিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্য বৃন্দ ।  প্রধান বক্তা বলেন বাগোয়ন ইউনিয়ন যুবলীগ হবে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ যুবলীগ সেইলক্ষে আমাদের সকলকে ঐক্যো  কাজ করতে হবে,  তিনি আরও বলেন রিটন পেরেশানের ডাকে সাড়া দিয়ে ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষািকী সফল করাই হলো আজকের বর্ধিত সভার মূল লক্ষ্য।

মুজিবনগরের কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির কমিটি গঠন বিনা প্রতিদন্দিতায় সভাপতি-সম্পাদক নির্বাচিত।

মুজিবনগরের কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির কমিটি গঠন বিনা প্রতিদন্দিতায় সভাপতি-সম্পাদক নির্বাচিত

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে।গত বৃহঃপ্রতিবার বিকাল ৩ টার সময় কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির অফিসের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এ কমিটি গঠন অনুষ্ঠানে কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সকল দোকান মালিকদের সমর্থনে ১১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।এদের মধ্যে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হয় কাপড় ব্যাবসায়ী কুতুবউদ্দীন মল্লিক , সহ সভাপতি ঔষধ ব্যাবসায়ী বীর মুক্তিযোদ্ধা হাজী মো: আহসান আলী খাঁন সাধারন সম্পাদক মুদি ব্যাবসায়ী হেকমত আলী জোয়াদদ্দার , সহ সাধারন সম্পাদক আ: সবুর চুয়াডাঙ্গা ডিলাক্স কাউন্টার ম্যানেজার ও ক্যশিয়ার সার ও কিটনাশক ব্যাবসায়ী আবু সাঈদ সহ ১১সদস্য বিশিষ্ঠ কমিটি করা হয় ।উক্ত কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির কমিটি গঠন উপলক্ষে ব্যাবসায়ীদের উপদেষ্টা কমিটির সভাপতি সাখওয়াত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যবসায়ী কুতুবউদ্দীন মল্লিক, আহসান আলী খাঁন, হেকমত আলী,নাসিরউদ্দীন বাবলু, গরীবুল্লা,ফিরাতুল ইসলাম, আবু সাঈদ প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন আখতারুল ইসলাম। উক্ত কমিটি ৩ বছরের জন্য গঠন করা হয় কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন দৈনিক আকাশ খবরের মুজিবনগর ব্যুরো প্রধান সাংবাদিক রেজাউল করিম রেজার চাচা।

মুজিবনগরের কোমরপুর থেকে ৫টি হাতবোমাসহ দুই সন্ত্রাসী আটক।

মুজিবনগরের কোমরপুর থেকে ৫টি হাতবোমাসহ দুই সন্ত্রাসী আটক।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে ৫টি হাত বোমাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে কোমরপুর ব্রীজের কাছ থেকে তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশ। আটককৃত দু’জন ডিএসবি’র তালিকা ভুক্ত সন্ত্রাসী ও কয়েকটি মামলার আসামি বলে জানায় পুলিশ। আটককৃতরা হচ্ছে- মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের নবিস উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনা (৩৭) ও একই গ্রামের মদন আলীর ছেলে কদর আলী (৩৫)। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের একটি ব্রীজের কাছে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৫ টি বোমাসহ মনা ও কদরকে আটক করা হয়। পালিয়ে যায় কয়েকজন। তারা দুইজন এলাকায় বোমারু নামে পরিচিত। ওই এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়, ইটভাটায় চাঁদাবাজি, বোমাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের বেশ কয়েকটি মামলারয়েছে তাদের নামে।

মুজিবনগর ভবেরপাড়া চার্জ অব বাংলাদেশ প্যারিশে কীর্ত্তণ উৎসব ২০১৬ এর শুভ উদ্বোধন।

মুজিবনগর ভবেরপাড়া চার্জ অব বাংলাদেশ প্যারিশে কীর্ত্তণ উৎসব ২০১৬ এর শুভ উদ্বোধন।bdhatbazzar.com

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের ভবেরপাড়া চার্জ অব বাংলাদেশ প্যারিশে কীর্ত্তণ উৎসব ২০১৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  এতদূঅঞ্চলের ডীন  মাননীয়  রেভা .বিলিয়ন সরদার এর  সভাপতিত্বে   প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মাননীয়  মডানেটর তথা কুষ্টিয়া ডায়োসিসের মহামান্য বিষব রেভা. সুনীল মানখিন মহোদয়। বিশেষ অতিথি ছিলেন ধর্ম পল্লীর প্রধান   ডমেনিক হালদার, কার্পাসডাঙ্গা  মন্ডলীর প্যারিশ পুরোহিত  ‍ইম্মানুয়েল মিঠু মল্লিক, রতনপুর  পুরোহিত  মিখায়েল সরেন, ভবেরপাড়া  ধর্ম পল্লীর মাননীয় রেভা.অনিয় মিস্ত্রি মহোদয়, ইউপি সদস্য  সংকর বিশ্বাস,ইউপি সদস্য ফিলিপ মল্লিক, সহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিল। অনুষ্ঠান সঞ্চালনয় ছিলেন ক্লিমেন্ট  অরুন।