মেহেরপুর জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শাহীন তার নিজ গাড়ীতে জাতীয় পতাকা লাগিয়ে পতাকার অবমাননা করার দায়ে সুষ্ট বিচারের দাবীতে মুজিবনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ইউপি সদস্য সহ স্থানীয় জনগন।বৃহঃপ্রতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন চলে। মুজিবনগর উপজেলার সামনে বাগোয়ান ইউপি ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ফিতাজ মল্লিকের নেতৃত্বে মানবন্ধনে যোগ দেন বাগোয়ান ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য দিলিপ মল্লিক,৩নং ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন৫নংওয়ার্ড সদস্য কমরউদ্দীন সেলিম ৬নং ওয়ার্ড সদস্য সংকর বিশ্বাস,৮নং ওয়ার্ড সদস্য আনারুল ইসলাম,সাবেক ৭নং ওয়ার্ড সদস্য সোনাল উদ্দীনসহ কৃষক, শ্রমিক সাধারন মানুষ এতে অংশ নেন। উক্ত মানববন্ধনে সকলের দাবী শাহীনের নামে ভুয়া মেজর পরিচয়ের অনেক অভিযোগ আছে, পুনরায় সে গাড়ীতে পতাকা লাগিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়েছে এমন অভিযোগ আছে। তার এত বড় স্পর্ধা প্রধানমন্ত্রি শেখ হাসিনার সাথে তুলনা করেন। সে কিনা বলে প্রধানমন্ত্রী যদি গাড়ীতে পতাকা লাগাতে পারে আমি কেন পারবো না,মুন্ত্রীরা যদি পতাকা লাগায় তাহলে আমিও পতাকা লাগাবো। এমন এক প্রতারক, ভন্ড চরিত্রহিন শাহীনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়। উল্যেখ্য! গত ২২ই ফেব্রুয়ারী জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন তার নিজ গাড়ির ষ্টান্ডে পতাকা লাগিয়ে জেলা পরিষদের দিকে যাচ্ছিল সে অবস্থায় কেদারগন্জ বাজারে অবস্থিত এফ এম বাজারের সিসি ক্যামরায় ধরা পড়ে। প্রকাশ থাকে যে মেহেরপুর জেলা পরিষদ সদস্য শাহিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় মুজিবনগরে গত ১৮মার্চ দৈনিক আকাশ খবর পত্রিকা না পেয়ে ফটোকপির দোকানে ভীড়