শনিবার, ৫ নভেম্বর, ২০১৬


মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত


Image may contain: one or more peopleমেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাসেদ আলী (৩০) নামের এক মোটরসাইকেল চালক গুরতর জখম হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মুজিবগর উপজেলার মোনাখালী গ্রামের চাঁদ আলীর ছেলে বাসেদ আলী মোটরসাইকেল যোগে নিজগ্রাম থেকে কেদারগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এসময় কেদারগঞ্জে বাজারের আগে ব্রিকফিল্ডের কাছে মোটরসাইকেল নিযন্ত্রন হারিয়ে পথের পাশে রাখা ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এসময় সে সড়কে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার পায়ের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহাবুব আজাদ রাজিব তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রের্ফাড করে।

মুজিবনগর খান ফাউন্ডেশনের মতবিনিময় সভা।

মুজিবনগর খান ফাউন্ডেশনের মতবিনিময় সভা।
Image may contain: 3 people , indoor
মেহেরপুরের মুজিবনগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে পরিকল্পনা ও সেবাদানকারী প্রতিষ্ঠান পরিবীক্ষণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মোনাখালী ইউপি পরিয়দ হল রুমে খান ফাউন্ডেশনের আয়াজনে মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক রেহেনা আক্তার। বক্তব্য রাখেন ইউপি সদস্য রেজাউল ইসলাম, সাফায়েত প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্য বৃন্দ।

মুজিবনগরের মোনাখালী ইউপি পরিষদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ


মোনাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-২ আওতায় অত্র পরিষদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১১টায় মোনাখালী ইউনিয়ন পরিয়দ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল, ভলিবল, ক্রিকেটসেট ও জার্সি বিতরণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অবিভাবক বৃন্দ।
Image may contain: 5 people

মুজিবনগরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মেহেরপুরের মুজিবনগর প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে দারিয়াপুর সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ে আয়াজনে সভায় বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (সার্বিক) রশিদ কবির মান্নাফ, অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) সেখ ফরিদ আহামেদ, উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আফতাবউদ্দীন, জেলা আ‘লীগের সহসভাপতি আলহাজ আঃ রশিদ, ওয়াচ কমিটির সদস্য ওয়াজেদ
আলী, আনজিরা খাতুন, ইউপি সদস্য গোলাম নবী, সাংস্কৃতি কর্মী আজিমুল বারী মুকুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহ্মুদুুল হক। সভায় উপজেলার প্রাথমিক বিদ্
যালয় শিক্ষক/শিক্ষিকাও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মুজিবনগর ভৈরব নদীতে নৌকাবাইচপ্রতিযোগীতার উদ্বোধন


নদীর তীরে হাজার হাজার উৎসুক দর্শকের  উপচে পড়া ভীড় ভৈরব নদীর পাড় থেকে রেজাউল করিম রেজাঃ আকাশ সাংস্কৃতি আর তথ্য প্রযুক্তির ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ খেলাধুলা। এখন আর তেমন একটা দেখা যায় না এসব
প্রতিযোগীতার। তরুণদের কাছে পরিচিতি করার জন্য হারিয়ে যেতে বসা নৌকা বাইচ প্রতিযোগীতা হয়ে গেল মুজিবনগর ভৈরব নদীতে। সকলেই মেতে উঠেছিল এ উৎসবে। আর অংশ নেয়া নতুন প্রজন্মের দাবি খেলাটি টিকিয়ে রাখার। এক সময় মেহেরপুরের বিভিন্ন নদীতে নিয়মিতই আয়োজন করা হত নৌকা বাইচ প্রতিযোগীতা। জেলা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতে  প্রতিযোগীরা অংশ নিতো এখানকার খেলোয়াড়রা। পুরষ্কার ছিনিয়ে এনেছেন সেখান থেকে। আধুনিক তথ্য প্রযুক্তির বিকাশ ও নদীগুলো শুকিয়ে যাবার কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এ খেলাটি। ভৈরব নদী খননের ফলে সূযোগ আসে এ খেলার আয়োজনের। তরুণ প্রজন্মের কাছে খেলাটি পরিচিত করার লক্ষ্যে প্রায় ১০ বছর পর মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোরিনগর গ্রামের ভৈরব নদীতে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগীতা। জেলার ১২ টি দল প্রতিযোগীতায় অংশ নেয়। খেলাটি দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমিয়েছিল নদীর দু’পাড়ে। অনেকেই কাজ ফেলে ছুটে আসেন খেলাটি উপভোগ করতে। আর তরুণরা খেলাটির সাথে পরিচিত হতে পেরে খুশি। প্রতি বছর এ ধরনের
খেলার আয়োজনের দাবি তাদের। প্রতিযোগীতায় অংশ নেয়া প্রবীন খেলোয়াড় বুদু বিশ্বাস জানান, আগে নিয়মিত নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নিয়েছেন তারা। কাশার ঘড়া, দেয়াল ঘড়ি, রেডিও, টেলিভিশনসহ বিভিন্ন পুরষ্কারও জিতেছেন। কালে ভদ্রেও এখন আর নৌকা বাইচ প্রতিযোগীতার দেখা মেলে না। অনেক বছর পর এ প্রতিযোগীতায় অংশ নিয়ে খুশি তারা। তরুন প্রতিযোগী সাজ্জাদ হোসেন জানান, বয়স্কদের সাথে খেলাটি রপ্ত করেছেন তারা। উভয়ে মিলে
অংশ নিয়েছেন প্রতিযোগীতায়। খেলাটি টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টা করবেন তারা। মেহেরপুর শহর থেকে খেলা দেখতে আসা আব্দুর রশিদ জানান, ১০ থেকে  ১২ বছর আগে তারা খেলাটি দেখেছেন। অনেক বছর পর শুনে নৌকা বাইচ দেখতে ছুটে এসেছেন নদীপাড়ে। খেলা দেখে মুগ্ধ তিনি। তরুণ প্রজন্ম নির্জন জানান, এর আগে টিভিতে খেলা দেখেছেন। আজ বাস্তবে দেখে উচ্ছাসিত তারা।  প্রতি বছর এ ধরেনের খেলার আয়োজনের দাবি তাদের। আয়োজক কমিটির সদস্য আব্দুল হান্নান জানান, তরুন প্রজন্মের কাছে খেলাটি পরিচিত করার জন্য এ ধরনের আয়োজন। দর্শকদের চাওয়া পাওয়া থেকেই প্রতি বছর বড় পরিসরে এ প্রতিযোগীতা আয়োজনের আশ্বাস দিলেন তিনি। প্রথম রাউন্ডে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এলাকার মোট ১২টি দল অংশগ্রহণ করছে। পরে লিগ খেলায় ফিরাতুলের দল ০৯, জামারুলের দল ০৯, সোহাগের দল ০৬, কালামের দল ০৬ এবং ফিরোজ ও কিয়ামুদ্দিনের দল শূন্য পয়েন্ট পেয়েছে। আজ শনিবার বাকী ৫টি লিগ এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিনিত হবে বলে আয়োজকরা জানান। প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় পুরস্কার হিসেবে থাকছে একটি বড় খাসি, একটি ছোট খাসি ও ২টি রাজহাঁস।
Rezaul Karim Reza's photo.