শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

মুজিবনগর সীমান্তে থেকে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী ।

মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের রুপচাঁদ (৩৫)নামে এক বাংলাদেশী কৃষক কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ। শনিবার ভোর রাতের দিকে ভারত বাংলাদেশ সীমান্তের  ১০৬/৪ এস মেইন পিলারের কাছ থেকে জিন্দা(শুটে)ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ তাকা ধরে নিয়ে যায়। রুপচাঁদ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়ার  গ্রামের ফকির শেখের ছেলে।মুজিবনগর ক্যাম্পের সুবেদার ওয়েহেদুল ইসলাম জানান ভোর সাড়ে চারটার সময় সে সীমান্তবর্তি শুন্য লাইনের কাছে তার নিজ জমিতে সেচ দিতে যায় এ সময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানাধীন জিন্দা (শুটে)  ক্যাম্পের বি এস এফ তাকে  আটক করে নিয়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে মুজিবনগর ক্যাম্পের সুবেদার  বিষয়টি জানতে পেরে বি এস এফ এর সাথে পতাকা বৈঠক এর জন্য  চিঠি পাঠালে বি এস এফ কোন সাড়া দেয়নি।   পরে ফোন আলাপের মাধ্যেমে জানতে তিনি জানতে পারেন আটক কৃত রুপচাঁদকে বি এস এফ ভারতের চাপড়া থানায়  সৌপর্দ করেছে

মুজিবনগরের মহাজনপুর গ্রাম থেকে অস্ত্র উদ্ধার

মুজিবনগরে কাটা রাইফেল জব্দ:মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যারাতে মহাজনপুর গ্রামের মোকাম আলীর বাড়ির পাশে একটি বাগান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই স্বপন কুমার ও এস আই উত্তম  পুলিশের একটি দল নিয়ে মহাজনপুর গ্রামের খাঁ পাড়ার মোকাম আলীর বাড়ির পাশে বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থ্রি নট থ্রি কাটা রাইফেলটি উদ্ধার করেছে। তবে অস্ত্র টি ওই স্থানে কে বা কারা রেখে গেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মুজিবনগরে বাংলাদেশ গ্রাম্য ডাক্তারদের সমাাবেশ অনুষ্ঠিত

চিত্রে থাকতে পারে: এক বা আরও বেশি ব্যক্তি এবং ইন্ডোরমুজিবনগর প্রতিনিধি :- মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগরে বাংলাদেশ গ্রাম্য ডাক্তার সমিতির মেহেরপুর জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১০টার দিকে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হল রুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন তাহের ক্লিনিকের প্রতিষ্ঠতা ডাঃ আবু তাহের। সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান (ভাঃ) ডাঃ আক্কাস আলী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি ডাঃ খলিলুর রহমান, সম্পাদক নজরূল ইসলাম, মেহেরপুর জেলা সমিতির যুগ্মসম্পাদক আক্কাচ আলী, উপদেষ্টা মুনছুর আলী। বক্তব্য রাখেন আলহাজ ডাঃ মোয়াজেম হোসেন, আলহাজ খলিলুর রহমান, ডাঃ আব্দুল মান্নান, আব্দুল কাদের। শেষে সাবেক ইউপি বাগোয়ান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডাঃ আক্কাস আলীকে সভাপতি, ডাঃ সাহাবুদ্দীনকে সাধারন সম্পাদক ও ডাঃ আদালতকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ঠ মেহেরপুর জেলা গ্রাম্য ডাক্তার সমিতির কমিটি গঠন করা হয়। সঞ্চলনায় ছিলেন ডাঃ বাসার।চিত্রে থাকতে পারে: 2 জন ব্যক্তি

বগুড়া থেকে মুজিবনগর আসার পথে পিকনিকে গাড়িতে ডাকাতি

চিত্রে থাকতে পারে: 8 জন ব্যক্তি, ব্যক্তিগণ দাঁড়িয়ে রয়েছেন, বাস এবং আউটডোর
বগুড়া থেকে মুজিবনগর আসার পথে পিকনিকে গাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে।যানা গেছে গাংনী চোকতোলা মাঠে বগুড়া থেকে মুজিবনগর আসার পথে পিকনিকে গাড়িতে ডাকাতি বৃহস্পতিবার রাত সাড়ে চারটার দিকে এই ডাকাতি সংগঠিত হয়।
দর্শনার্থীদের পক্ষ থেকে বাবলু মিয়া আমাদের জানান বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বগুড়া সদর উপজেলার আকাশ তারা গ্রাম থেকে পারিবারিক ভাবে আমরা পিকনিকের উদ্দ্যেশে মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর রওনাহয় মুজিবনগর আসার পথে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুখ্যাত চোক তোলার মাঠে ভোর সাড়ে চারটার দিকে সাদা মাইক্রো করে এসে রাস্তার উপরে গাছ ফেলে আমাদের ঢাকা চ- ৩২৯৯ রতন পরিবহন গাড়ির গতি রোধ করে যাত্রীদের মারধর করে প্রায় সাড়ে তিনভরি স্বর্ণ ও নগদ ৫০হাজার টাকা লুটপাট করে নেয় গহনা ও টাকা না দিতে চাইলে ডাকাত দল গাড়িতে থাকা বাচ্চাদের মাইক্রোতে তুলে অপহরনের হুমকিদেয় এবং মহিলাদের মারধর করে বাধ্য হয়ে আমরা সমস্ত কিছু তাদের হাতে তুলে দিই।ডাকাতি শেষে ডাকাতরা তাদের ব্যবহিত সাদা মাইক্রোতে করে দ্রুত স্হান ত্যাগ করে।

মুজিবনগরে নিখোঁজের ৩দিন পর ইজিবাইক চালককে অসুস্থ অবস্থায় উদ্ধার |

মেহেরপুরে তিন দিন পর ইজিবাইক চালক উদ্ধার

মুজিবনগর প্রতিনিধি :- নিখোঁজ হওয়ার তিনদিন পর মুজিবনগরের ইজিবাইক চালক শহিদুল ইসলামকে (৪৭)  অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মল্লিকপাড়ার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। উদ্ধার হওয়া শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃতমনোরুদ্দিনের ছেলে। শহিদুল ইসলামের পরিবার সুত্রে জানাযায়, গত ১৬ জানুয়ারী প্রতিনিদের মত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হলেও এতদিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় স্থানীয় পত্রিকার নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ ও মুজিবনগর
থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অসুস্থ শহিদুল ইসলাম বলেন, ১৬ তারিখে বাড়ি থেকে বের হয়ে একটি লোক তার ইজিবাইক ভাড়া নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে পরে মল্লিক পাড়ায় সাবেক কাউন্সিলর মৃত আব্দুল্লাহ আল মামুন বিপুলের বাড়িতে নিয়ে আসেন। পরে তাকে বাড়ির ভিতরে ডেকে পরিবারের লোকজনসহ মুজিবনগর বেড়াতে
যাবার কথা বলে আমাকে দুপুরে খেতে দেন।এর পর আজ আমাকে উদ্ধার করা হলো। তিনি বলেন, আমার ইজিবাইক নেওয়ার জন্য খাবারে অজ্ঞান হওয়ার মেডিসিন দিয়ে আমাকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে চলেগেছে। বাড়ি মালিক মৃত বিপুলের ছোট ভাই বকুল আহামেদ বলেন, এ বাড়িতে আমার পরিবারের কোন ব্যাক্তি থাকিনা। কিছুদিন আগে খুলনার এক ব্যাক্তি আমার কাছে বাড়ি ভাড়া নিয়ে বাড়িতে একটি চৌকি রেখে যান। আগামী ১ ফেব্রæয়ারী পরিবার নিয়ে এ বাড়িতে ওঠার কথা বলা হয়। তবে এর চেয়ে বেশি পরিচয় বলতে পারব না বলে তিনি জানান। খবর পেয়ে মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, অসুস্থ অবস্থায় শহিদুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সাথে কথা বলে এ ঘটানার তদন্ত করে এরসাথে জড়িতদের আটক করা হবে।