শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

মুজিবনগরের মহাজনপুর গ্রাম থেকে অস্ত্র উদ্ধার

মুজিবনগরে কাটা রাইফেল জব্দ:মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যারাতে মহাজনপুর গ্রামের মোকাম আলীর বাড়ির পাশে একটি বাগান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই স্বপন কুমার ও এস আই উত্তম  পুলিশের একটি দল নিয়ে মহাজনপুর গ্রামের খাঁ পাড়ার মোকাম আলীর বাড়ির পাশে বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থ্রি নট থ্রি কাটা রাইফেলটি উদ্ধার করেছে। তবে অস্ত্র টি ওই স্থানে কে বা কারা রেখে গেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন