মেহেরপুর মুজিবনগর
উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের রুপচাঁদ (৩৫)নামে এক বাংলাদেশী কৃষক কে
ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ। শনিবার ভোর রাতের
দিকে ভারত বাংলাদেশ সীমান্তের ১০৬/৪ এস মেইন পিলারের কাছ থেকে
জিন্দা(শুটে)ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফ তাকা ধরে নিয়ে
যায়। রুপচাঁদ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়ার গ্রামের
ফকির শেখের ছেলে।মুজিবনগর ক্যাম্পের সুবেদার ওয়েহেদুল ইসলাম জানান ভোর সাড়ে
চারটার সময় সে সীমান্তবর্তি শুন্য লাইনের কাছে তার নিজ জমিতে সেচ দিতে যায়
এ সময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানাধীন জিন্দা (শুটে) ক্যাম্পের বি এস
এফ তাকে আটক করে নিয়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে মুজিবনগর ক্যাম্পের
সুবেদার বিষয়টি জানতে পেরে বি এস এফ এর সাথে পতাকা বৈঠক এর জন্য চিঠি
পাঠালে বি এস এফ কোন সাড়া দেয়নি। পরে ফোন আলাপের মাধ্যেমে জানতে তিনি
জানতে পারেন আটক কৃত রুপচাঁদকে বি এস এফ ভারতের চাপড়া থানায় সৌপর্দ করেছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন