সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন এই প্রতিপাদ্যের ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালী, পতাকা উত্তলন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ টায় মুজিবনগর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ আয়াজনে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম, মুজিবনগর উপজেলা সমবায় অফিসার ফসিয়ার রহমান, মুজিবনগর উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সাবেক ভাইস চেয়ারম্যান মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু ও সমবায়ীবৃন্দ প্রমুখ। শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার প্রদান করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলার সরকারী কর্মকর্ত ও সমবায়ীবৃন্দ।