নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা এই প্রদিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাষন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উদযাপন উপোলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে দশটার সময় উপোজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে ব্র্যাক, সুবাহ্ , সু শান্তা ও সিডিপির সহযোগিতায় উপোজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপোজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন, উপোজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপোজেলা কৃষি অফিসার মোফাখ্খারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার বেগম শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক,যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপজেলা প্রমুখ।