সোমবার, ১৩ মার্চ, ২০১৭

সাংবাদিকদের সাথে মুজিবনগর থানা পুলিশের মতবিনিময় সভা

Image may contain: 6 people, people sitting and indoor
মুজিবনগর উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে সাংবাদিকদের সাথে মুজিবনগর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যার দিকে মুজিবনগর থানা সম্মেলন কক্ষে মুজিবনগর থানা পুলিশ ওই মতবিনিময় সভার আয়োজন করে। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক, সাধারন সম্পাদক শেখ সফি, সহসভাপতি রেজাউল করিম রেজা,হাসান মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন দপ্তর সম্পাদক শাকিল রেজা ও সাংগঠনিক সম্পাদক সোহাগ মন্ডল প্রমুখ। উল্লেখ্য, ইতিপৃর্বে মেহেরপুর পুলিশ সুপার আনিসুর রহমার মেহেরপুর জেলাকে আগামী ৩মাসের মধ্যে মাদক মুক্ত করার ঘোষনা দেন।
Image may contain: 7 people, people sitting and indoor















মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযান আটক পাঁচ : ভ্রাম্যমান আদালতে সাজা

Image may contain: 7 people, people standing
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার সকালে বিভিন্ন জাগা থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ। আটক কৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন এরকাছে নেশা ছাড়ার অঙ্গীকার করলে মাদকদব্য আইনের ১৯৯০ সালের ৭( ২) ধারায় ৪জনের কাছ থেকে নগত ১০০০টাকা করে জরিমানা ও ১ জনকে ১৫ দিনের সাজা দেন।সাজা প্রাপ্তরা হল আনন্দবাস গ্রামের কাইদারের ছেলে পিন্টু (২৮) কে ১০০০টাকা,ছাফুর ছেলে বাবুল (২৬) কে ১০০০ টাকা,একই গ্রামের মৃত হেকমতের ছেলে রিপন (২৭) কে ১০০০ টাকা এবং বাগোয়ান গ্রামের দরগাপাড়ার মৃত আমির গাজির ছেলে আশাদুল (৩৭)কে ১০০০ টাকা  মৃত হেকমতের ছেলে আলমগীর (৩৫)কে ১৫ দিনের জেল জরিমানা করে। মুজিবনগর থানা ইনচার্য কাজী কামাল হোসেন জানান গত ৯ মার্চ থেকে সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত চলছে। চলবে আগামী ১৮ তারিখ পর্যন্ত।

মুজিবনগরে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরন সভা অনুষ্ঠিত

Image may contain: one or more people, people sitting, table and indoor
মুজিবনগরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ৩টার দিকে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হল রুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সচিব তথ্য কমিশন মো: রফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাষক (সার্বিক) রাশিদুল মান্ন্াফ কবির, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্ত/কর্মচারী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেত্রীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন সমাজ সেবা অফিসার তৈফিকুর রহমান।

মুজিবনগরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Image may contain: 4 people, people sitting
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষন করেছে মাজেদুল হক নামের এক বখাটে। ধর্ষিত শিশুটি সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রী। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বখাটে মাজেদুল সোনাপুর গ্রামের শাহাবদ্দিন আলীর ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মাজেদুল শিশুটিকে বকরমের (এক ধরণের ডাল) ফল খাওয়ালো লোভ দেখিয়ে মাঠের মধ্যে একটি ভাঙা ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে মাজেদুল। রক্তাক্ত অবস্থায় শিশুটি চিৎকার করলে ধর্ষক পালিয়ে যায। আশে পাশের লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। পরে শিশুটির বাবা মা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিক উন নবী সিয়াম জানান, প্রাথমিক লক্ষন দেখে মনে হয়েছে শিশুটিকে ধর্ষন করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি পরিস্কার হবে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। তবে মেয়ের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেননি। ধর্ষিতার পিতা জানান, গ্রামের মোড়লদের চাপে থানায় জানানো হয়নি। তারা বিচার করার আশ্বাস দিয়েছে। ঠিকমত বিচার না করলে মামলা করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান/১৭ অনুষ্ঠিত

Image may contain: 1 person, on stage
বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠান/১৭ মুজিবনগর কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে মেহেরপুর জেলা পরিবেশক সমিতির আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুল এবং প্রধান আলোচক ছিলেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ জয়নাল আবেদীন। বাংলাদেশ দক্ষিণ- পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির চেয়ারপার্সন এবং মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান, বাংলাদেশ ভোগ্য পণ্য পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মোস্তফা কামাল, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম পেরেশান। অরণীর সভাপতি নিশান সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ভোগ্য পণ্য পরিবেশক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার জিহাদুল হক, নাটোর জেলা পরিবেশক সমিতির সভাপতি ফরমান খাঁন সৈকত, টাঙ্গাইল জেলা পরিবেশক সমিতির সভাপতি মোঃ আলম, ফরিদপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি নবীন চৌধুরী, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সভাপতি এবং বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল পরিবেশক সমিতির সদস্য সচিব মোঃ হাশেম আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- জন্ম দিলেন যেমন মা- বাবা হওয়া যায়না। তেমনি শিল্পপতিরা পণ্য উৎপাদন করলেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় না। দেশের বিভিন্ন জেলায় পণ্য আমদানী- রপ্তানী করেন পরিবেশকরা। ওষুধ শিল্পের সাথে তুলনা করে তারা আরো বলেন- অন্যান্য পণ্য পরিবেশকরা কেন সুবিধা বঞ্চিত হবেন। এক মুরগী দু’বার জবাই করা যাবেনা। ভ্যাট কেবল মাত্র কোম্পানির মালিক পক্ষ দেবেন। পরিবেশকরা কেন দেবেন ? দেশের বিভিন্ন জেলার পরিবেশকদের এক হয়ে দাবি আদায়ের সংগ্রাম করতে হবে। দেশ স্বাধীনের মত আবারো বাংলাদেশের প্রথম রাজধানী এই মুজিবনগরের মাটি থেকে পরিবেশকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করতে হবে। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মেহেরপুরের পরিবেশক সমিতির সদস্যবৃন্দ. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চালের ৩৭ জেলার পরিবেশক সমিতির সভাপতি-সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Image may contain: 6 people, people standingImage may contain: 7 people, people standing