মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

মুজিবনগরের খ্রীষ্টিয় আনন্দ মেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণী।

শুভ বড়দিন উপলক্ষে মুজিবনগরের বল্লভপুরে ৭দিনব্যাপী খ্রীষ্টিয় আনন্দ মেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হয়েছে । আজ রবিবার বিকেলে বল্লভপুর মিশন ফুটবল খেলার মাঠে পুরোহিত রেভাঃ বিলিয়ম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিনারী সম্পাদক ও ইউপি সদস্য শংকর বিশ্বাস। বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক মিঃ সুজিত মল্লিক, সাবেক ইউপি সদস্য মিঃ তাপোস মল্লিক ও মেলা কমিটির সদস্য বৃন্দ। পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লেমেন্ট অরুন মন্ডল।

মুজিবনগরে বই উৎসব অনুষ্ঠিত।

Image may contain: 9 people
Image may contain: 12 people, crowd and outdoor বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিবনগরে বই উৎসব
অনুষ্ঠিত হচ্ছে। নতুন বছরের নতুন বই তুলে দেয়া
হয়েছে ছাত্রছাত্রীদের হাতে। আজ রবিবার সকাল
সাড়ে ১০টার দিকে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় চত্তরে
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন
উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার
মোস্তাফিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম
ফারুক। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সুপার
আহাম্মদ আলী ও ম্যানেজিং কমিটি ও পিটিআই কমিটির
সভাপতিবৃন্দ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলার সকল প্রাথমিক
ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শতভাগ নতুন
বছরের নতুন বই বিতরণ করা হয়।
Image may contain: 7 people, people sitting and weddingImage may contain: 4 people, people sitting

মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস র‌্যালি ও আলোচনা সভা।




  gywRebMi Dc‡Rjv cÖkvmb I mgvR‡mev Awa`߇ii Av‡qvR‡b gywRebM‡i RvZxq mgvR‡mev w`em cvwjZ n‡q‡Q| MZKvj †mvgevi mKvj 10 Uvi w`‡K gywRebMi Dc‡Rjv PËi †_‡K Dc‡Rjv wbe©vnx Awdmvi †gvt †ngv‡qZ Dwχbi †bZ…‡Z¡ GKwU i¨vwj †ei n‡q Dc‡Rjvi cÖavb moK cÖ`wÿY †k‡l GKB ¯’v‡b G‡m †kl nq| wewfbœ wkÿv cÖwZôv‡bi cÖavb I  wkÿv_©xiv i¨vwj‡Z Ask MÖnb K‡ib|
i¨vwj †k‡l Dc‡Rjv nj iæ‡g mvs¯‹…wZK I Av‡jvPbv mfv AbywôZ nq| Dc‡Rjv mgvR‡mev Awdmvi ‰ZwdKzi ingv‡bi mfcwZ‡Z¡ Abyôv‡b cÖavb AwZw_ wn‡m‡e Dcw¯’Z wQ‡jb Dc‡Rjv wbe©vnx Awdmvi †gvt †ngv‡qZ DwÏb| e³e¨ iv‡Lb wkÿv Awdmvi †gv¯ÍvwdRyi ingvb, wmwbqi grm¨ Awdmvi kwn`yj Bmjvg, mgevq Awdmvi dwmqvi ingvb I Dc‡Rjv gyw³‡hv×v KgvÛvi Avãyj Rwjj cÖgyL|


জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সদস্যদের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন।




gywRebMi cÖwZwbwa(01-01-17)t ‡g‡nicyi ‡Rjv cwil` wbe©vP‡b wbe©vwPZ msiw¶Z Iqv‡W©i gwnjv Avm‡b wbe©vwPZ  m`m¨Mb gywRebMi ¯§…wZ ‡mŠ‡a cy¯úgvj¨ Ac©b K‡i‡Qb| MZKvj  weKv‡j ‡g‡nicyi ‡Rjv AvIqvgx hye gwnjv jx‡Mi mn-mfvcwZ I ‡g‡nicyi -1 Avm‡bi msm` m`m¨ Aa¨vcK dinv` ‡nv‡m‡bi cZœx ‰mq`v ‡gvbvwjmv Bmjvg Gi ‡bZ…‡Z¡ G cy¯ú¯ÍeK Ac©b Kiv n‡q‡Q| G mgq Dcw¯’Z wQ‡jb 1,2,3 IqvW© msiw¶Z gwnjv Avm‡bi bewbe©vwPZ m`m¨ bviwMm Aviv, 4,5,6 IqvW©  m`m¨ mvwgDb evwmiv cwj, 7,8,9 IqvW© kvwgg Aviv wniv, ‡g‡nicyi ‡Rjv AvIqvgx hye gwnjv jx‡Mi mvavib m¤úv`K G¨vW. iæZ ‡kvfv gÛj, , gywRebMi Dc‡Rjv AvIqvgx hye gwnjv jx‡Mi mfvcwZ ZKwjgv LvZyb I  mvaviY m¤úv`K Znwgbv LvZyb,  jwZdy‡bœQv jZv, ‰mq`v jZvmn ‡g‡nicy‡ii ‡Rjv AvIqvgx  hye gwnjv jx‡Mi ‡bÎxe…›`|