মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

মোনাখালী ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারণ।

মুজিবনগরে মোনাখালী ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতারন করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় মোনাখালী ক্রিকেট টুর্নামেন্টে এর আয়াজনে মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটন, বিশেষ অতিথি মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু ও জেলা সদস্য মাহাবুব হাসান ডালিম। বক্তব্য রাখেন ইউপি সদস্য রেজাউল ইসলাম, দুল্লপ হোসেন, মফিজুর রহমান প্রমুখ। শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মোনাখালী একাদশকে ১টি বড় ছাগল ও রানার্সআপ রাধাকান্ত একাদশকে
১টি ছোট ছাগল পুরস্কার প্রদান করেন। শেষে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সার্বিক পরিচালনা করেন ক্রিকেট টুর্নামেন্টে পরিচালক আব্দুল খালেক ও সদস্য সচিব আনোয়ার হোসেন।
Image may contain: 15 people, people standing

মুজিবনগর স্মৃতিসৌধে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি’র পুস্পমাল্য অর্পন।

Image may contain: 1 person, standing and outdoor
ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম খান নিখিল ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেছেন। গতকাল রবিবার দুপুরে তিনি মেহেরপুর জেলা যুবলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মুবিজনগর স্মৃতিসৌধে পুস্মপাল্য অর্পন করেন। এসময় জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমার রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদস্য মাহাবুব হাসান ডালিম, মালেক হোসেন মোহন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদুসহ জেলা যুবলীগের নেতাকর্মীরা সেখানে
উপস্থিত ছিলেন।

মুজিবনগর খ্রিস্টান পল্লীতে বড়দিন উদযাপন।

Image may contain: one or more people and indoor
ঈশ্বরের দয়া প্রর্থণা ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য গীর্জায় গীর্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ব্যাপক উৎসাহ উদ্দিপনা আর নানা আয়োজনের মধ্যে দিয়ে মুজিবনগর পালিত হয়েছে খৃষ্টীয় সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আজ প্রথম প্রহরে উপজেলার ভবরপাড়া, বল্লভপুর, রতনপুর, তারানগর,নাজিরকোনা ও জয়পুরসহ বিভিন্ন গির্জায় প্রার্থনা করা হয়েছে। প্রার্থনায় বিশ্ব শান্তি কামনা করেছেন খ্রিস্টান সম্প্রদায়। বাড়ী ও রাস্তা আলোক মনোরম সাজে সজ্জিত করা হয়েছিল গির্জাগুলো। ধর্মীয় আচার রীতি পালনের পাশাপাশি বিভিন্ন উৎসবে মেতে উঠেছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। বড় দিন উপলক্ষে গতকাল থেকে মুজিনগরের ভবর পাড়া ও বল্লভপুর শুরু হয়েছে সপ্তাহ ব্যাপি মেলা।
Image may contain: 8 people, people standing and crowdImage may contain: 6 people, people standing and indoor

শুভ বড়দিন উপলক্ষে মুজিবনগরে আনন্দ মেলার উদ্বোধন।



eow`b Dcj‡¶ gywRebM‡i Lªxwóq Avb›` ‡gjv D‡Øvab

gywRebMi  cÖwZwbwa(26-12-16)t eow`b Dcj‡¶ gkvj †R¡‡j gywRebM‡ii ejøecyi ¯‹zjgv‡V 6 w`be¨vcx  Lªxwóq Avb›` ‡gjvi D‡Øvab Kiv n‡q‡Q| MZKvj ‡mvgevi `ycy‡i ‡g‡nicyi-1 Avm‡bi msm` m`m¨ I ‡Rjv AvIqvgxjx‡Mi mfvcwZ dinv` ‡nv‡mb cÖavb AwZw_ wn‡m‡e Dcw¯’Z †_‡K G ‡gjvi D‡Øvab K‡ib|
ejøecyi wWbvi Wxb MxRv©i cÖavb cy‡ivwn` ‡ifv wewjqg mi`v‡ii  mfvcwZ‡Z¡ Abyôv‡b we‡kl AwZw_ wnmv‡e Dcw¯’Z wQ‡jb ev‡Mvqvb BDwc ‡Pqvig¨vb Avq~&e ‡nv‡mb, gywRebMi _vbvi Gm AvB Bqvwgb Avjx, ev‡Mvqvb BDwbqb AvIqvgxjx‡Mi mvavib m¤úv`K bRiæj Bmjvg, Pv‡P©I K¨v‡UwLó wg.mgi wek¦vm, cvjK wg. †WfxWivq, ev‡Mvqvb BDwc m`m¨ ksKi wek¦vm c«gyL|
D‡Øvabx Abyôv‡b mvs¯‹…wZ‡Ki Av‡qvRb Kiv nq| ‡`kvZ¡‡evaK Mv‡b †g‡qiv b…Z¨ cwi‡ekb K‡ib| Abyôvb †k‡l msm` m`m¨ ejøecy‡i e„×v AvkÖg I nvmcvZvj Ny‡i Ny‡i cwi`k©b K‡ib|  Gi Av‡M Abyôv‡bi ïi‡Z RvZxq msMx‡Zi my‡i my‡i RvZxq cZvKv †Zvjv nq Ges AwZw_‡`i dyj w`‡q eib K‡i ‡bIqv nq|
Abyôv‡bi mvwe©K mÂvjbvq wQ‡jb Kzwóqv Wv‡qvwmm cÖMÖvg mgš^qKix ‡K¬v‡g›U Aiæb gÛj