মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

মুজিবনগর থানায় কৃষক শামিকুল রহমানের অপহরণ মামলা




মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রাামের অপহৃত কৃষক শামিকুল রহমান (৩ ৩) একটি অপহরণ মামলা দায়ের করেছে। গতকাল সোমবার দুপুরে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মুজিবনগর থানায় মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আসামীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন। উল্লেখ্য, শনিবার বাবুপুর গ্রামের একটি মুদি দোকান থেকে রাত ৮ টার দিকে কৃষক শামিকুল রহমানকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তারা মুঠোফোনে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে রোববার ভোর চারটার দিকে ৬০ হাজার টাকা মুক্তপণ পরিশোধ করলে তাকে মুক্তি দেয় দুর্বৃত্তরা। তবেকার মাধ্যমে কিভাবে টাকা পরিশোধ করা হয়েছে সে বিষয়ে মুখ খুলছেন না শামিকুলে

মুজিবনগর মহাজনপুর থেকে দু’টি বোমা উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় দু’টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, মহাজনপুর গ্রামের রবিউল ইসলামের বাড়ির পিছনে দু’টি বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই আলাউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বোমা দু’টি উদ্ধার করে। তবে কে বা কারা বোমাগুলো রেখে গেছে তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।

মুজিবনগরে বাগোয়ান ইউপি যুবলীগের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা


মুজিবনগরে বাগোয়ান ইউপি যুবলীগের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনামুজিবনগরের বাগোয়ান ইউপি যুবলীগের নবনির্বাচিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা জনিয়েছে অত্র ইউপি‘র ৪নং ওয়ার্ড যুবলীগ। মুজিবনগরের তারানগর জয়পুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গতকাল রবিবার বিকেলে বাগোয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের আয়াজনে বাগোয়ান ইউপি যুবলীগের নবনির্বাচিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে\ প্রবিন আ‘লীগ নেতা আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত যুবলীগের আহবায়ক আজিজুর রহমান মুংলা। বিশেষ অতিথির বক্তৃব্য রাখেন নবনির্বাচিত যুবলীগের যুগ্নআহবায়ক মি: বাবুল মল্লিক, টিপু সুলতান ও ইমাজউদ্দীন। বক্তব্য রাখেন যুবলীগ শফিকুল ইসলাম, খাদিমুল ইসলাম ও রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শুরতে ৪নং ওয়ার্ড যুলীগের নেতৃবৃন্দ নবনির্বাচিত আহবায়ক আজিজুর রহমান মুংলা,\যুগ্নআহবায়ক মি: মল্লিক ও নবনির্বাচিত কমিটিনেতৃবৃন্দদের ফুলের মালা পরিয়ে দেন।