শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৬ ইং।




বিশ্বনাথপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতির উদ্দ্যেগে ও বিশ্বনাথপুর গ্রামবাসীর সহযোগিতায় আগামী ০১/১২/২০১৬ ইং তারিখ রোজ বৃহস্প্রতিবার বিশ্বনাথপুর ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।নৌকা বাইচ আয়োজনে আপনারা সকলে আমন্ত্রিত।
১ম পুরুস্কার ভেড়া
২য় পুরুস্কার ছাগল
৩য় পুরুস্কার ছাগল 
খেলা শুরু সকাল ০৮.০০ ঘটিকার সময়
যোগাযোগ ঠিকানা : বিশ্বনাথপুর ঈদগাহ মার্কেট

 মোবাইল নাম্বার বাহাল ০১৭৬১-৮৬৮৯০৬

মেহেরপুরে পোল্ট্রি শিল্প ধ্বংসের মুখে

একদিনের বাচ্চা, খাবার ও ঔষধের দাম বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে
মেহেরপুরের পোল্ট্রি শিল্প। অনিয়ন্ত্রিত বাজার মূল্যের কারণে পোল্ট্রি
থেকে সরে আসছেন খামারিরা।

Meherpur Malta Garden

Meherpur Malta Garden, বারি মালটা-১, মেহেরপুর, মালটা বাগান, সুস্বাদু মালটা, অপরুপ মেহেরপুর, Beauty of Meherpur, Loving Meherpur,

Multa Garden Meherpur Orange Graden Bangladesh Agriculture

Multa Garden Meherpur Orange Graden Bangladesh Agriculture মেহেরপুরের
মাল্টা বাগান, বাংলাদেশেও হচ্ছে মাল্টা চাষ, বাংলাদেশর কৃষি, সফল কৃষক

Mujibnagar Complex || Meherpur || Bangladesh ||

Mujibnagar formerly known as Baidyanathtala is a town in the Meherpur
District of Bangladesh. It is a common reference for the government in
exile formed by the leaders of the Awami League, who were leading the
guerrilla war for the independence of Bangladesh from Pakistan in 1971.

মেহেরপুরের মুজিবনগরে মিষ্টি মালটার বাগান

দেশের অনেক স্থানের মতো মেহেরপুরেও গড়ে উঠেছে মিষ্টি মালটার বাগান। প্রবাস
ফেরত যুবক ইসমাইল হোসেন ২০ শতক জমিতে মাল্টা বাগান গড়ে তিন বছরেই গড়েছেন
সাফল্যের নজির।

Bangla Dance Video Song

Chok Chok Korlei | Video Song | Nusraat Faria | Arifin Shuvoo | Akassh |...

Presenting "Chok Chok Korlei" Video Song from the upcoming Bengali Movie
"Premi O Premi" directed by Zakir Hosen Raju and produced by Jaaz
Multimedia. Films starring Nusraat Faria, Arifin Shuvoo, Amjad Hossain
in the lead roles. Film Releasing This December 2016.

Chupi Chui Mon | Dhoomketu (2016) | Shakib Khan, Porimoni | Imran, Kheya

Shona | সোনা | Haripada Bandwala | Ankush | Nusrat | Nakash Aziz & Antar...

নারায়ণগঞ্জে আ. লীগের প্রার্থী আইভী


স্থানীয় আওয়ামী লীগের সুপারিশে না থাকলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আইভীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৪ জনের মনোনয়ন জমা।



জেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষনার আগেই দলীয় মনোনয়ন পেতে মেহেরপুর আওয়ামী লীগের এক ডজনের অধিক নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের প্রত্যেকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক নেত্রীর মনোনীত প্রার্থীর হয়ে কাজ করবেন। মনোনয়নপত্র জমাকারীরা হলেন- মেহেরপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হিরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি এবং জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেন, মনোনয়নপত্র  জমাদানকারীদের মধ্য হতে শিগগিরই দলের পক্ষ থেকে একজনের নাম ঘোষণা করা হবে। এদিকে, বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুন বলেন, বিএনপি নির্বাচনে যাচ্ছে কি না সেটা দেখতে হবে। তারপর জেলা পরিষদ নির্বাচনে বিএনপির কে কে মনোনয়ন প্রত্যাশী তা বোঝা যাবে।   এছাড়া জেলা জাতীয় পার্টির নেতারা বলেন, দলীয় প্রধান এইচএম এরশাদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

মুজিবনগর দারিয়াপুর সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্টিত


https://web.facebook.com/mujibnagarsangbadp মুজিবনগর দারিয়াপুর সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও সাংস্কৃতি অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১০টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত বিদায় ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈাফিকুল বারী বকুল। বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার এম.এম.আবুল ফজল, জেলা আ‘লীগের সহ-সভাপতি আলহাজ আব্দুর রশিদ, ইউপি আ‘লীগের সভাপতি মোস্তকিম হক খোকন কমান্ডার। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আফতাব উদ্দিন। বক্তব্য
রাখেন ইউপি সদস্য গোলাম নবী, মাসুদ রানা মানিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুখলেছুর রহমান। অনুষ্ঠান শেষে আইসিটি ফউন্ডেশনের পক্ষ থেকে বিদয়ী ছাত্রীদের হাতে পরীক্ষার বিভিন্ন উপকরন প্রদান করা হয় ও বিদয়ী
ছাত্রীদের পক্ষ্য থেকে শিক্ষদের পুরুস্কার প্রদান করা হয়।

Rezaul Karim Reza's photo.

মুজিবনগরের ভৈরব নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত

মেহেরপুরের মুজিবনগরের গৌরীনগর গ্রামে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভৈরব নদীতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথম হয়েছে বিশ্বনাথপুর গ্রামের ফিরাতুল ইসলাম
ও তার দল। ২য় হয়েছে গৌরিনগর গ্রামের মনিরুল ইসলাম ও তার দল। এছাড়াও একই গ্রামের সোহাগ হোসেন ও তার দল তৃতীয় হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক আবুল
কালাম, সমাজকর্মী আনছারুল হক কাটু, ইউপি সদস্য আব্দুল হান্নান প্রমুখ। খেলায় প্রথম পুরষ্কার একটি বড় ছাগল, ২য় পুরষ্কার একটি ছোট ছাগল ও তৃতীয় পুরষ্কার হিসেবে দু’টি রাঁজহাঁস বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়। ভৈরব নদীর দু’পাড় হাজারে দর্শক নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেন। এ উপজেলার বিভিন্ন গ্রামের ১২টি দল প্রতিযোগীতায় অংশ নেয়। বাদ্য যন্ত্রের তালে তালে নেচে. গেয়ে নদীর দু’পাড় মাতিয়ে রেখে দর্শকরা। খেলাটি পরিচালনা করেন আশরাফুল ইসলাম।