মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

মুজিবনগরে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন

Image may contain: 5 people, people standing
রেজাউল করিম রেজাঃ মুজিবনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ফেব্রুয়ারী প্রথম প্রহরে রাত
১২-০১ মিনিটে মুজিবনগর শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিন। পরে মুজিবনগর থানার পক্ষে ওসি কাজী কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারে পক্ষে আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আ‘লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা পরিষদের ০১নং ওয়ার্ডের পক্ষে সদস্য শাহিন উদ্দীন, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাঁদু, জেলা জাতীয়পাটি (জেপি) পক্ষে প্রকাশনা সম্পাদক উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি রোকনুজ্জামান, সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের পক্ষে সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক মনিরুজ্জামান টিটু, বাগোয়ান ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি পরিষদের পক্ষে তৈফিকুল বারী বকুল, মোনাখালী ইউপি পরিষদের পক্ষে মফিজুর রহমান, বাগোয়ান ইউপি যুবলীগের পক্ষে আহবায়ক আজিজুর রহমান মুংলা, যুগ্নআহবায়ক মিঃ বাবুল মল্লিক, মোনাখালী ইউপি যুলীগের পক্ষে আহবায়ক আব্দুল খালেক, যুগ্নআহবায়ক দেলয়ার ও শান্তি রাজ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি মুজিবর রহমান মধু, সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার ও দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন (দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি ও সম্পাদক পৃথক ভবে পুষ্পার্ঘ অর্পন করে),মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি রফিকুল ইসলাম রফা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি রেজাউর রহমান নান্নু, সাধারন সম্পাদক আব্দুর রশিদ বল্টু, উপজেলা বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের পক্ষে সভাপতি মতিউর রহমান, মুজিবনগর প্রেস ক্লাবের পক্ষে প্রেস ক্লাবের সহসভাপতি রেজাউল করিম রেজা ও সাধারন সম্পাদক শেখ সফি, শ্রমিকলীগের পক্ষে আবুল কালাম ও বাগোয়ান ০১নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে সাধারন সম্পাদক ফিতাজ মল্লিক পুষ্পার্ঘ অর্পন করে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করাহয়।
Image may contain: 3 people, people sittingImage may contain: 13 people, people standing

মুজিবনগরের দিনব্যাপী কৃষানী প্রশিক্ষণ

Image may contain: 2 people, people sitting, shoes and outdoor

মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে কৃষানীদের নিয়ে
সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরাম্বিত করন
(এভিপিআই) প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের সহযোগীতায় উন্নত কৃষি ব্যবস্থাপনার
উপর কৃষানীদের দুই দিনব্যাপী প্রশক্ষিণ অনুষ্ঠিত
হয়েছে। গতকাল রবিবার দুপুরে মোনাখালী
মধ্যপাড়ায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার খসরু আলম, প্রশিক্ষক ছিলেন ফিল্ড মনিটরিং অফিসার হাবিবুর রহমান। প্রশিক্ষণে ৪০ জন কৃষাণী অংশ
নেয়।