রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

মেহেরপুরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন


Image may contain: 9 people, people standing
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকারী পৌর মেয়রসহ মামলার আসামিদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক সাজা এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মেহেরপুরে মানব বন্ধন করেছেন সাংবাদিকরা। আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে সমকাল, গাংনী ও মুজিবনগর প্রেস ক্লাবের উদ্যোগে মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল
আলম, মাজেদুল হক মানিক, আমিরুল ইসলাম অল্ডাম, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, সহসভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক শফিউদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি ঢাকায় এটিএন নিউজের সংবাদকর্মী ও ক্যামেরা পার্সনের উপর পুলিশের বর্বরোচিত হামলা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সুবহান চৌধুরীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে
সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-হামলার শিকার হচ্ছেন। এগুলো বন্ধের দাবি জানিয়ে দ্রুত সরকারের কার্যকরী পদক্ষেপ দেয়ার দাবি জানান বক্তারা।
Image may contain: 8 people, people standing and outdoor
Image may contain: 7 people, people standing

মুজিবনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

সোহাগ মন্ডল :- “শিক্ষা আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয়
প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টার দিকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে শিক্ষা মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,
সহকারী শিক্ষা অফিসার এস.এম আবুল ফজল, ইন্সপেক্টর সাইদুজ্জামান। মেলার ৪ টি স্টলে বিভিন্ন শিক্ষা উপকরন প্রদর্শন করা হয়। মেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Image may contain: 2 people, people on stage and people sitting
Image may contain: 5 people, people standing

মুজিবনগরে হাত-পা বেঁধে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ ॥ আত্মগোপনে অভিযুক্ত ধর্ষক খোকন

Image may contain: 3 people, closeupসোহাগ মন্ডল :- নানার বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক বাকপ্রতিবন্ধী যুবতী (১৬)। রাস্তা থেকে জোরপুর্বক তুলে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে খোকন নামের এক অভিযুক্ত লম্পট। অসহায় প্রতিবন্ধী যুবতী ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। অভিযুক্ত ধর্ষক খোকন আত্মগোপন করলেও তার ঘর থেকে ধর্ষণের আলামত হিসেবে রক্তমাখা কাপড় উদ্ধার করেছে পুলিশ। তার দৃষ্টান্তমূলক সাজা দাবি ও ধর্ষিতার পাশে দাঁড়ানোর আকুতি এখন গোটা এলাকার মানুষের মুখে মুখে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মেহেরপুর মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে। ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিবপুর গ্রামে
মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যাই বাকপ্রতিবন্ধী যুবতী। নানির কাছে রেখে একই গ্রামে ফুফার বাড়িতে যায়
তার মা। এর কিছুক্ষণ পরে সে তার মাকে খুঁজতে নানির বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ওঠে। তাকে একলা পেয়ে মাথায়
কুবুদ্ধি আঁটে প্রতিবেশী মুকুলের ছেলে খোকন। তাকে জোরপুর্বক ধরে নিয়ে গিয়ে নিজের শয়নকক্ষে হাত-পা ও মুখ বেঁধে
উপুর্যপরি ধর্ষণ করে খোকন। পরে বাকপ্রতিবন্ধীকে মুক্ত করে দিয়ে বাড়ি থেকে সটকে পড়ে। ওই প্রতিবন্ধী নানির বাড়ি ফিরে ইশারায় বিষয়টি বোঝায়। তার কথায় সাড়া দিলে সে খোকনের বাড়িতে নিয়ে যায় তার মা ও নানা বাড়ির লোকজনকে। সেখানে বিছানায় রক্ত দেখতে পেয়ে বিষয়টি নিশ্চিত হয় পরিবারের লোকজন। এদিকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে গ্রামের মানুষের মাঝে প্রতিবাদের ঝড় ওঠে। এসুযোগে আত্মগোপন করে অভিযুক্ত লম্পট ধর্ষক খোকন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেকেন্ড অফিসার এসআই মতিউর রহমান সেখান থেকে আলামত সংগ্রহ করেন। রাতেই খোকনকে আসামি করে মুজিবনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বাকপ্রতিন্ধীর ডাক্তারী পরীক্ষা করানোর জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষিতা ও
তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাহমুদ। দ্রুত আসামি গ্রেফতারে
মুজিবনগর থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। বাকপ্রতিবন্ধীর পরিবার ও এলাকার কয়েকটি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষক খোকনের পিতা এলাকার একজন চিহ্নিত ব্যক্তি। অভিযোগ ও মামলার কারণে তিনি আত্মগোপনে থাকেন। প্রকাশে তিনি চলাফেরা করতে পারেন না। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। খোকনের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ রয়েছে। তাই দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা না গেলে
ধর্ষিতার পরিবার হুমকির মধ্যে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করলেন অনেকেই। মুজিবনগর থানার সেকেন্ড অফিসার মতিউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খোকনকে গ্রেফতার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
বিভিন্ন মাধ্যম দিয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

মুজিবনগর সরকারি কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের মতবিনিময় সভা



সোহাগ মন্ডল :- মুজিবনগর সরকারী কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের  মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মুজিবনগর জয় বাংলা চত্তরে মুজিবনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তুষার ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাহওয়ালীউল্লাহ সোহাগ,  বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পরাগ আজম ,সাবেক সাংগঠনিক সম্পাক আকতারুজ্জামান মিঠন,  কলেজ ছাত্রলীগের সহসভাপতি সাগর, যুগ্ন সাধারনম্পাদক সাব্বির রহমান শিশির , যুগ্ন সাধারন সম্পাদক আশিকুজ্জামান রহিদ, ছাত্রলীগ নেতা আলমগীর , রাজু ,  নাহিদ ,  জীবন ,  কাবিল ,  আল মামুন ,  তুহিন,  তুষার  প্রমুখ।  এসময় বক্তারা বলেন  জননেত্রী শেখ হাসিনার হতকে শক্তিশালি করতে হবে এবং মুজিবনগর সরকারি কলেজ ছাত্রলীগ ও মুজিবনগর উপজেলা ছাত্রলীগকে আরও শক্তিশালী করতে হবে ।