সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

মুজিবনগরের বিজিবি‘র দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতার

চিত্রে থাকতে পারে: 4 জন ব্যক্তি, ব্যক্তিগণ দাঁড়িয়ে রয়েছেন, দাড়ি এবং আউটডোর
মুজিবনগর বিজিবি কোম্পানী কমান্ডের উদ্যোগে
অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা
হয়েছে। আজ শনিবার সকালে মুজিবনগর বিজিবি
ক্যাম্প চত্তরে বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক মাহাম্মদ
সরকার, মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার
নায়েক সুবেদার অহিদুল ইসলাম, মুজিবনগর প্রেস
ক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রমুখ। ওই সময় ৭০জন অসহায় দুস্থদের মাঝে একটি করে কম্বল বিতরন করা হয়।

মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত থেকে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ


চিত্রে থাকতে পারে: আউটডোর
মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত থেকে রুপচাঁদ (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয়
সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ। মুজিবনগর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায় আজ শনিবার ভোরে সীমান্তের মেইন পিলার
১০৬ এর সাব পিলার ৪ এর কাছে জমিতে সেচ দেয়ার সময় তাকে ধরে নিয়ে যায়। সে সোনাপুর গ্রামের ফকির শেখের
ছেলে। মুজিবনগর ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহেদ জানান, ভোর বেলায় সোনাপুর সীমান্তের ধান ক্ষেতে সেচ দিতে যায় রুপচাঁদ। এ সময় বিএসএফ’র সদ্যরা তাকে ধরে নিয়ে যায়। মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে ভারতীয় বিএসএফ কে সকালে চিঠির মাধ্যমে পতাকা বৈঠকের জন্য আমন্ত্রন জানানো হয় । সাড়ে ৯ টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিএসএফ না আসায় বৈঠক অনুষ্ঠিত হয়নি। সাড়ে ১১ টার দিকে মুঠোফোনে বিজিবিকে তারা জানায় রুপচাঁদকে নদীয়ে জেলার চাপড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চিত্রে থাকতে পারে: আউটডোর