মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত থেকে রুপচাঁদ (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয়
সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ। মুজিবনগর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায় আজ শনিবার ভোরে সীমান্তের মেইন পিলার
১০৬ এর সাব পিলার ৪ এর কাছে জমিতে সেচ দেয়ার সময় তাকে ধরে নিয়ে যায়। সে সোনাপুর গ্রামের ফকির শেখের
ছেলে। মুজিবনগর ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহেদ জানান, ভোর বেলায় সোনাপুর সীমান্তের ধান ক্ষেতে সেচ দিতে যায় রুপচাঁদ। এ সময় বিএসএফ’র সদ্যরা তাকে ধরে নিয়ে যায়। মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে ভারতীয় বিএসএফ কে সকালে চিঠির মাধ্যমে পতাকা বৈঠকের জন্য আমন্ত্রন জানানো হয় । সাড়ে ৯ টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিএসএফ না আসায় বৈঠক অনুষ্ঠিত হয়নি। সাড়ে ১১ টার দিকে মুঠোফোনে বিজিবিকে তারা জানায় রুপচাঁদকে নদীয়ে জেলার চাপড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন