বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়নে ওয়ার্ড কৃষকলীগের কমিটি ঘোষনা



মুজিবনগর দারিয়াপুর ইউনিয়ন শাখার উদ্দ্যেগে ৫ ও ৬ নং ওয়ার্ড এ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ কৃষক লীগ দারিয়াপুর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন এ বক্তব্য রাখেন মো:মনিরুজ্জামান টিটু,সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ, মুজিবনগর উপজেলা শাখা।উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ এর সম্মানিত সভাপতি মাহবুল আলম শান্তি,সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,উপজেলা যুবলীগ এর সভাপতি কামরুল হাসান চাঁদু,থানা কৃষকলীগ এর সভাপতি নজরুল ইসলাম মণ্ডল।।

Bulleya_ Ae Dil_Hai Mushkil Karan Johar,Aishwarya,Ranbi,Anushka

Bulleya_ Ae Dil_Hai Mushkil Karan Johar,Aishwarya,Ranbi,Anushka

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে  ফল।

প্রেসিডেন্ট :
------------
ডেমোক্র্যাট (হিলারি)                রিপাবলিকান (ট্রাম্প)

১৮টি অঙ্গরাজ্যে জয়ী                ২৮টি অঙ্গরাজ্যে জয়ী

২১৮টি ইলেক্টোরাল ভোট           ২৭৬টি ইলেক্টোরাল ভোট
========================================

সিনেট :
'''''''''''''
ডেমোক্র্যাট (হিলারি)                 রিপাবলিকান (ট্রাম্প)

           ৪৭                                       ৫০
=========================================

হাউজ অব রিপ্রেজেন্টেটিভ:
***************************
ডেমোক্র্যাট (হিলারি)                 রিপাবলিকান (ট্রাম্প)

          ১৭৬                                  ২৩৩
========================================

বিশাল জয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |

আন্তর্জাতিক ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, বিশ্ব মিডিয়ার জরিপের মুখে ছাই দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প।নির্বাচন যত এগিয়ে এসেছে, নিজের বিবেচনাহীন আচরণ ও মন্তব্যের কারণে ব্যাপকভাবে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প নিজের দলের সিনিয়র নেতাদের সমর্থনও হারিয়েছেন। তাই ট্রাম্পের এই জয়কে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় বলে অভিহিত করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের পর আজ বুধবার ফলাফল ঘোষণা করা হয়। আল-জাজিরা এ খবর জানিয়েছে। ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে জয়ের জন্য একজন প্রার্থীর কমপক্ষে ২৭০টি আসন নিশ্চিত করার কথা। এর মধ্যে ২৭৬টি আসন জয় করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হিলারি পেয়েছেন ২১৮টি আসন।