বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

মুজিবনগরের পুরুন্দরপুর সিংগের মাঠ থেকে পান ব্যবস্যায়ীর লাশ উদ্ধার


Image may contain: 13 people, people standing and outdoor
মুজিবনগর থেকে শের খাঁন::মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর সিংগের মাঠে থেকে আব্দার আলী (৫০) নামের এক পান ব্যবস্যায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭ টার দিকে নিজ পান ক্ষেতের পাশে চষা জমিতে আব্দার আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা মুজিবনগর থানা পুলিশে খবর দেয়। নিহত আব্দার আলী পুরন্দরপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান- গত মঙ্গলবার সন্ধ্যার সময় পান বিক্রির টাকা আদায়ের জন্য বের হয় রাত্রিতে বাড়ি না ফিরলে অনেক খোঁজা-খুঁজির পর আজ সকালে তার লাশ নিজ পান বরজের পাশে পাওয়া যায়। দারিয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য তাঁরা মিয়া জানান- আব্দার আলী দীর্ঘ কয়েক বছর ধরে পেটের আলসার রোগে ভুগছিলেন। যন্ত্রনা সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।
মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান- লাশ সুরুতহাল করে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। পুলিশ নিশ্চিত হয়েছে যে পেটে আলসার থাকার কারনে ব্যাথা সহ্য করতে না পেরে বিষপান করে আত্যহত্যা করেছে এবং এই লাশের বিষয়ে কেও কোন অভিযোগ করেনি তাই ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Image may contain: one or more people and outdoor