সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

Mayabini (Bangla Movie)Symon & Airin

মুজিবনগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত

Image may contain: 19 people, people standing and outdoor মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ
শুক্রবার মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে সূর্য
উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধনীর মাধ্যমে
দিবসের শুভ সূচনা হয়েছে। ৬.৩০ মিনিটে মুজিবনগর
স্মৃতিসৌধে পূষ্পমাল্য অর্পণ করেনে উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার হেমায়েত
উদ্দিন, মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল জলিল, মুজিবনগর থানা
ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, উপজেলা
আঃলীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসু, সাধারন সম্পাদক
ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জাতীয় পটি
(জেপি) জেলা যুগ্নসম্পাদক মওলাদ আলী খাঁন, উপজেলা
যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, ছাত্রলীগের
সভাপতি রেকোনুজ্জামান রোকন, সাধারন সম্পাদক হেলাল
উদ্দীন, উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি
মতিউর রহমান মতিন, কৃষকলীগের সভাপতি মনিরুজ্জামান টিটু,
সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, বাগোয়ান ইউপি
চেয়ারম্যান আয়ূব হোসেন,মোনাখালী ইউপি
চেয়ারম্যান মফিজুর রহমান,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল
বারী বকুল, ৬নং ওয়ার্ড আঃলীগের সাধারন সম্পাদক মিঃ
সুজিত মন্ডল, প্রাক্তন সৈনিক সংস্থা, মুজিবনগর সরকারী শিশু
পরিবার। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা
প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
৮.৩০ টায় উপজেলা মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা
যৌথ ভাবে উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার
হেমায়েত উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত কাজী কামাল
হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ জলিল।
কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন পুলিশ, বি এন সি সি, আনসার
ও ভিডিপি, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, কাব গালস্ গাইড।
স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা ডিসপ্লে¬ প্রদর্শন
করে। স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা ডিসপ্লে¬
প্রদর্শন করে। ১২টায় বীর মুক্তিযুদ্ধা, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা
ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
হয়। সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার
হেমায়েত উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা
চেয়ারম্যান আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা
কমান্ডার আব্দুল জলিল, ওসি কাজী কামাল হোসেন,
জেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান
আয়ুব হোসেন। ২টায় সাংস্কৃতি ও পুরষ্কার বিতরণী
অনুষ্ঠিত হয়। ৩টায় সুধী জন বনাম সরকারী
কর্মচারীদের মধ্যে সৌখিন ফুটবল প্রতিযোগীতা
অনুষ্ঠিত হয়।
Image may contain: 9 people, people standing, outdoor and food
Image may contain: 25 people, people standing, outdoor and food
Image may contain: 16 people, people standing and food
Image may contain: 12 people, people standing and outdoor
+2

Laila Main Laila Teaser | Raees | Shah Rukh Khan & Sunny Leone | Laila A...