মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

মেহেরপুরে দুই ব্যবসায়ীকে অহরহণ পুর্বক গলাকেটে হত্যা



স্টাফরিপোর্টার:-মেহেরপুরের সোনাপুর গ্রামের দুই ব্যবসায়ীকে অপহরণ পুর্বক গলাকেটে হত্যা করেছে চাঁদাবাজরা।দাবিকৃত চাঁদার টাকাপরিশোধ না করায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানায যায়। রাতে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাদেরক অপহরণের পর পরের দিন সোমবার দুপুরে গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হচ্ছেন- সদর উপজেলার সোনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কাঠ ব্যবসায়ী আব্দুল মজিদ (৫৫) ও একই গ্রামের তাফছুদ্দীনের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী আসাদুল ইসলাম (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত পৌনে এগারটার দিকে গ্রামের মজনু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন নিহত দুজনসহ গ্রামের কয়েকজন। এসময় ১০/১২ জন অস্ত্রধারী তাদের অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায়। মজিদ ও আসাদুলের পরিবারের কাছে মোবাইলে ফোনে মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে চাঁদাবাজরা। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। আজ দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় একটি তামাক ক্ষেতে মজিদ ও আসাদুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার সতত্যা নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। চাঁদার দাবিতে হত্যাকান্ড- নাকি অন্য কিছু তা তিনি এখনো স্পষ্ট নন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও নৌকার পক্ষে ভোট বৃদ্ধির লক্ষে মুজিবনগরের বাগোয়ান ইউপি যুবলীগের প্রস্তুতি সভা


মুজিবনগর থেকে শের খাঁন:::আগামী নির্বাচনে জননেত্রী, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকার পক্ষে ভোট বৃদ্ধি ও বাগোয়ান ইউপি যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে বাগোয়ান ইউপি যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে মুজিবনগর শেখ হাসিনা চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাগোয়ান ইউপি যুবলীগের আহবায়ক আজিজুর রহমান মুংলা। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ০১নং ওয়ার্ড সদস্য শাহীন উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি যুবলীগের যুগ্নআহবায়ক মিঃ বাবুল মল্লিক প্রধান বক্তা তার বক্তব্যে বলেন আগামীতে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও নৌকার ভোট বৃদ্ধি লক্ষে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মিকে নিজ নিজ এলাকার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কার্যক্রম তুলে ধরতে হবে এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগনের যে উন্নয়ন করছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষে আরেকটিবার নৌকাকে জয়যুক্ত করার জন্য।সেই সাথে আমি বাগোয়ান ইউনিয়ন যুবলীগকে একটি বার্তা দিতে চাই আমরা প্রত্যেক ওয়ার্ডে যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করব সেই লক্ষে আপনারা সচ্ছ, সুন্দর, দূর্নীতি মুক্ত, নেশা মুক্ত,ভাল নেতা বাছায় করবেন যারা আগামীতে ওয়ার্ড কমিটির নেতৃত্বদেবে এবং আগামী জাতীয় নির্বাচনে এই কমিটি জনগনের মাঝে কাজ করবে জনগনকে উদবুদ্ধ করবে নৌকায় ভোট দেওয়ার জন্য, তিনি বলেন যুবলীগ একটি সুশৃঙ্খল দল তাই আপনাদের উদ্দেশ্য হবে কোন হানাহানিতে না গিয়ে সাধারণ মানুষের ভালবাসা জয় করার মাধ্যমে নৌকার ভোট বৃদ্ধিকরে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে যাওয়া।মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি যুবলীগের যুগ্নআহবায়ক ইমাজউদ্দীন, টিপু সুলতান ও যুবলীগ নেতা খাদেমুল ইসলাম, শফিকুল ইসলাম, উপস্হিত ছিলেন বাগোয়ান ইউপি ১২টি গ্রামের যুবলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানটির সার্বিক সণ্চালনায় ছিলেন যুবলীগনেতা মতিউর রহমান।

মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন

Image may contain: 9 people, people walking and outdoor
“নারী-পুরুষসমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন করেছে উপজেলা প্রশাষন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মুজিবনগর। ব্র্যাক, সিডিপি ও সু-শান্তা স্বেচ্ছাসেবী সংস্থ্যার সহযোগীতায় গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের নেতৃত্বে উপজেলা চত্বর প্রধান সড়কে মানববন্ধন পালন করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, বিশিষ্ঠ সাংবাদিক রফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, সু-শান্ত স্বেচ্ছাসেবী সংস্থ্যার নির্বাহী পরিচালক সাফিয়া সারমিন ও এনজিও, সমাজ উন্নয়নের প্রধান গন।

মুজিবনগরে পুলিশের তাড়া খেয়ে পানিতে ঝাপ ডুবে এক জনের মৃত্যু


মুজিবনগর সংবাদ :::::পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে আলমগীর হোসেন (৪৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে পুলিশের তাড়া খেয়ে ভৈরব নদীতে ঝাপিয়ে পড়ার পর সোমবার ভোর ৫টার দিকে স্থানীয়রা ভৈরব নদীর পানিতে ডুবে থাকা অবস্থায় আলমগীরের মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করছেন স্থানীয়রা।
আলমগীর হোসেন ভোলা জেলার ইলিশা জংশন বাজারের আব্দুর রবের ছেলে এবং রসিকপুর গ্রামের আনিছুর রহমানের বিয়াই ও আমিরুল ইসলামের শশুর । তিনি ঢাকার একজন ফল ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝে মাঝে আলমগীর হোসেন ব্যবসায়ীক কাজে রশিকপুর গ্রামে বেয়াই বাড়িতে অবস্থান করতেন তিনি এলাকার সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন তিনি মুজিবনগর এলাকায় আম ও লিচুর বাগান কিনে ব্যাবসা করতেন। গতরাত সাড়ে নয়টার দিকে বেয়াই বাড়িতে খাওয়া দাওয়া শেষে রশিকপুর গ্রামের ভৈরব নদীর ধারে মোতালেব হোসেনের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আর তাস খেলা দেখছিলেন তখন রাত সাড়ে ১১ টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল তাদের ধাওয়া দেয়।পুলিশের ভয়ে তাস খেলোয়াড়সহ দোকানে বসে থাকা লোকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এর মধ্যে আলমগীর হোসেনসহ কয়েকজন দিশিমিসি না পেয়ে পাশের ভৈরব নদীতে ঝাপ দেয় এসময় নদীথেকে থেকে খোকন ও বাবুকে আটক করে পুলিশ কিন্তু আলমগীরে হদিস মেলেনি। পরে রাত সাড়ে ৩ টা দিকে পুলিশ খোকন ও বাবুকে ছেড়ে দিলে তারা এসে বলে যে আলমগীর নদীতে ঝাপ দিয়েছিল কিন্তু ওঠেনি তখন নদীতে ডুবদিয়ে খোজাখুজি শুরু করে স্হানিয়রা এবং সকাল সাড়ে ৫ টা দিকে তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।আলমগীরের বিয়াই আনিছুর খাঁ ও এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে তাদের আটক করার চেষ্টাকালে পুলিশ সেখানে কাউকে যেতে দেয়নি। আলমগীর হয়তো সাঁতার জানতেন না। এ কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করছেন স্থানীয়রা।
এদিকে অভিযোগ অস্বীকার করে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান,মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয় চায়ের দোকানের লোকজন পুলিশ দেখে পালাতে শুরু করে এ সময় পুলিশ দুজনকে আটক করে কিন্তু তাদের কাছে মাদক দ্রব্য ও জুয়া খেলার কোন আলামত না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।আলোমগীর যে ডুবে গেছে পুলিশ তা জানত না সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়।পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা এবং ময়নাতদন্তের পরে লাশ তার আত্নীয়সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।সহকারি পুলিশ সুপার আহসান হাবিব জানান আলমগীর পুলিশের তাড়াখেয়ে পানিতে ঝাপ দিয়েছিল কিনা তা তদন্তকরে দেখাহবে।