মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান ভূক্তভোগীরা। তবে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি বিজিবি। ভূক্তভোগীরা জানান- তারা বিভিন্ন সময়ে ভারতে যাবার পর বিএসএফ এর হাতে আটক হয়। ভারতের বিভিন্ন জেলে সাজাভোগ করার পর বৃহস্পতিবার তাদের ৪০ জনকে নেয়া হয় মুজিবনগর সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন সীমান্তে। পরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে দু’টি দলে মোট ১৮ জনকে পুশব্যাক করা হয়। ১০ জনের একটি দলে থাকা ৮ জনের নাম ঠিকানা পাওয়া গেছে। এরা হলেন- সাতক্ষীরা জেলার সাতানী গ্রামের আব্দুল খালেকের ছেলে সাদ্দাম (২৩), পাতাখালীর আব্দুল মান্নানের ছেলে আল মামুন (২৩), সেগুনতলার সাফেক মোড়লের ছেলে জাহাঙ্গীর (২৬) শ্যামনগরের জাকারিয়ার ছেলে মিজানুর (২২), শোলখালীর নূর আলীর ছেলে কাওছার (২৪) ও পারুলিয়ার শাজাহান গাজীর ছেলে শরিফুল গাজী (১৮) এবং বরিশাল জেলার জিয়ানগরের বারেক ফরিদের ছেলে মিরাজ ফরিদ (২০) ও উজিলপুরের নারকেলীর ইউসুফ হালদারের ছেলে মিণ্টু হালদার (২৪)। মুজিবনগর বিজিবি’র ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।
শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
মুজিবনগর অনন্যা পার্কে ট্রয়ট্রেন ও এরোপ্লেনের শুভ উদ্বোধন
মুজিবনগর অনন্যা পার্কের নতুন সংযোজন ১টি ট্রয়ট্রেন ও এরোপ্লেনের শুভ উদ্বোধনী করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১০টায় মুজিবনগর কমপ্রেক্সে গেটের সামনে অনন্যা পার্কে প্রধান অতিথি হিসেবে থেকে একটি ট্রয়ট্রেন ও এরোপ্লেনের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু। বিশেষ অতিথি মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ও মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মুন্সী ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন অনন্যা পার্কের পরিচালক হাসানুজ্জামান লালটু।
মুজিবনগরে কৃষক প্রশিক্ষণ ও বীজ সংরক্ষন পাত্র বিতরন
মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে দ্বিতীয় শস্য বহুমুখী করণ প্রকল্পের আওতায় উচ্চ মূল্য ফসল উৎপাদন কলা কৌশলের দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া চাষী পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও পেযাঁজ বীজ উৎপাদন, বিতরণ ও সংরক্ষন প্রকল্পের আওতায় প্রদর্শনী ভূক্ত ২০ জন কৃষকের মাঝে সরিষার বীজ সংরক্ষণের জন্য বীজ পাত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার ১১টায় মুজিবনগর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি থেকে কৃষক প্রশিক্ষণ ও বীজ পাত্র বিতরণ করেন। ওই সময়
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, ব্রাকের
ম্যানেজার শাজাহান মোল্লা, হর্টিকালচার ট্রেনিং অফিসার আব্দুস সামাদ। কৃষক প্রশিক্ষণে ৫০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, ব্রাকের
ম্যানেজার শাজাহান মোল্লা, হর্টিকালচার ট্রেনিং অফিসার আব্দুস সামাদ। কৃষক প্রশিক্ষণে ৫০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
মুজিবনগরে কুকুরের কামড়ে ১৫টি ছাগলের মৃত্যু
মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর
(মুসিলিম পাড়া) গ্রামের বেওয়ারিশ কুকুরের
কামড়ে ১৫টি ছাগলের মৃত্যু হয়েছে। আজ
বুধবার ১০ টা থেকে ১১ টার মধ্যে গ্রামের
বিভিন্ন স্থানে এ ঘটান ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে ঐ গ্রামের
সড়কে একটি বেওয়ারিশ কুকুর এসে একটি
ছাগলকে কামড়ে দেয়। এরপর বিভিন্ন সময়ে
গ্রামের নানা স্থানে আরোও ১৪ টি ছাগলকে কামড়ে দেয় কুকুরটি। এতে ১৫ টি ছাগল মারা যায়। ফলে কুকুর আতঙ্কে ভূগছে গ্রামের মানুষ।
(মুসিলিম পাড়া) গ্রামের বেওয়ারিশ কুকুরের
কামড়ে ১৫টি ছাগলের মৃত্যু হয়েছে। আজ
বুধবার ১০ টা থেকে ১১ টার মধ্যে গ্রামের
বিভিন্ন স্থানে এ ঘটান ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে ঐ গ্রামের
সড়কে একটি বেওয়ারিশ কুকুর এসে একটি
ছাগলকে কামড়ে দেয়। এরপর বিভিন্ন সময়ে
গ্রামের নানা স্থানে আরোও ১৪ টি ছাগলকে কামড়ে দেয় কুকুরটি। এতে ১৫ টি ছাগল মারা যায়। ফলে কুকুর আতঙ্কে ভূগছে গ্রামের মানুষ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)