শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

মুজিবনগর অনন্যা পার্কে ট্রয়ট্রেন ও এরোপ্লেনের শুভ উদ্বোধন

Image may contain: 4 people, people standing and outdoor
মুজিবনগর অনন্যা পার্কের নতুন সংযোজন ১টি ট্রয়ট্রেন ও এরোপ্লেনের শুভ উদ্বোধনী করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১০টায় মুজিবনগর কমপ্রেক্সে গেটের সামনে অনন্যা পার্কে প্রধান অতিথি হিসেবে থেকে একটি ট্রয়ট্রেন ও এরোপ্লেনের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু। বিশেষ অতিথি মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ও মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মুন্সী ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন অনন্যা পার্কের পরিচালক হাসানুজ্জামান লালটু।
Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
Image may contain: 4 people, people standing, sky, child and outdoor

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন