রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় তিনজন আহত ।

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়ে বসা নিয়ে দুই পক্ষের দর্শকদের মধ্যে হাতাহাতির ঘটনায় তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে গাংনী উপজেলার পৌর এলাকার বাঁশবাড়িয়া ফুটবল মাঠে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলাকালীন এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গাংনীর পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের রিপন আলীর ছেলে সামিউল (১৬), একই গ্রামের আলেকের ছেলে সাব্বির (১৫) ও বাঁশবাড়িয়া গ্রামের অলিউল্লাহর ছেলে রুবেল হোসেন (৩৫)। প্রত্যক্ষদর্শী দুলাল হোসেন জানান, খেলা শুরু হলে মাঠের গ্যালারিতে বসার জায়গায় নিয়ে উপজেলার বাঁশবাড়িয়া ও শিশিরপাড়া গ্রামের দর্শকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সামিউল ও সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এবং রুবেল হোসেন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরি জানান, সামিউলের মাথায় ৬টি ও সাব্বিরের মাথায় ৫টি করে সেলাই দেওয়া হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলা দেখতে বসার জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মেহেরপুরে এ্যাড. কামরুল হাসানের বিএনপি’র ৩১ দফা দাবি নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ।

মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩১ দফা দাবি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার (২৭ জুলাই) বিকেলে এ কর্মসূচির নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
বারাদি বাজারের ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা ও আগত জনসাধারণের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, “দেশে গঠনতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা সাধারণ মানুষের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করার রূপরেখা।” গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন, সদর যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুল ইসলাম ফিরোজ, ইলিয়াস হোসেন, বারাদি ইউনিয়ন বিএনপির সভাপতি আফারুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল, শ্যামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতারা জানান, দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের গণসংযোগ চালিয়ে জনগণকে ৩১ দফা সম্পর্কে সচেতন করা হবে।

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ। “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন। এ উপলক্ষে সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এছাড়াও, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, জেলা শিক্ষা অফিসার হজরত আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা বন বিভাগের কর্মকর্তা এসটি হামিম হায়দারসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ সাজিয়ে রাখা হয়। এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এই মেলায় ১৭টি স্টল স্থাপন করা হয়েছে।

মাইলস্টোন ট্র্যাজেডি জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনো চিকিৎসাধীন ৩৬ জন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত দগ্ধ অবস্থায় মোট ৫৬ জন রোগী ভর্তি হন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন ৩৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে চারজন, হাই ডিফেনডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চারজন, ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইস ডিইউ) ছয়জন, পিওডাব্লিউ (পুরুষ ওয়ার্ড) এ আটজন এবং কেবিনে ১৪ জন চিকিৎসাধীন। এছাড়া একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। এরই মধ্যে দুইজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ইউনিটে এখন পর্যন্ত ৫৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে ১৭ জন মারা গেছেন। বর্তমানে ৩৬ জন ভর্তি রয়েছেন। একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেফার করা হয়েছে এবং দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।