বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

মুজিবনগরে ৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী কামাল গ্রেফতার।

Image may contain: 1 person, standing মেহেরপুরের মুজিবনগর থেকে ৮ বোতল ফেন্সিডিলসহ কামাল হোসেন (৩৫) নামের এক
মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গেল রাতে আনন্দবাস কবরস্থানের কাছ থেকে থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের লিয়াকত কামারের ছেলে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী
কামাল হোসেন জানান, আনন্দবাস গ্রামের কবরস্থানের কাছে এক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কামারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে সোপর্দ সোপর্দ করা হয়।

মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের নবনির্বাচিত ছাত্রলীগ নেতাদের স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ।

Image may contain: 8 people, people standing and food
মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের নবনির্বাচিত ছাত্রলীগের নেতৃবৃন্দ মুজিবনগর স্মৃতি সৌধে পুস্পার্ঘ অর্পণ করেছে। আজ মঙ্গলবার বিকেলে সভাপতি শেখ সাদী নেতাকর্মীদের সাথে নিয়ে এ পুস্পমাল্য অর্পন করেন। এ সময় সহসভাপতি স্বপন গাজী, সাগর শেখ, সাধারন সম্পাদক তুষার ইমরান, যুগ্নসম্পাদক রহিত ও সাংগঠনিক সম্পাদক আশিক সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সকালে কলেজ চত্ত্বরে আনন্দ র্যালী করেন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মুজিবনগরে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিউনিটি পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত।


সোহাগ মন্ডলঃ মুজিবনগর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মুজিবনগর থানার সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুরর রহমান। বক্তব্য রাখেন মুজিবনর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু,
বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, সাবেক বাগোয়ান ইউপি আওয়ামী লীগের সম্পাদক কুতুব উদ্দীন মল্লিক
সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী, মুজিবনগর প্রেসক্লাবের সম্পাদক শেখ সফি, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল, মোনাখালী ইউপি আ‘লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, বাগোয়ান ইউপি আ‘লীগের
সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বাগোয়ান ইউপি যুবলীগের যুগ্নআহবায়ক বাবুল মল্লিক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন এস.আই মতিউর রহমান।

মেহেরপুরের মুজিবনগরে ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।



 †g‡nicy‡i cvwjZ n‡”Q QvÎ jx‡Mi 69 Zg cÖwZôv evwl©Kx| MZKvj eyaevi mKvj mv‡o 10 Uvi mgq gywRebMi ch©Ub †gv‡Uj Pˇi †KK  ‡K‡U cÖwZôv evwl©Kxi Kg©m~Pxi D‡Øvab K‡ib †g‡nicyi †Rjv QvÎ jx‡Mi mfvcwZ evwiKzj Bmjvg wjRb|
c‡i gywRebMi †kL nvwmbv g‡Â Av‡jvPbv mfvq e³e¨ iv‡Lb †g‡nicyi †Rjv QvÎ jx‡Mi mvaviY m¤úv`K Ry‡qj ivbv, †g‡nicyi kni QvÎ jx‡Mi mfvcwZ Avwid †kL, mvaviY m¤úv`K gvK‡m`yj Avn‡¤§` wg‡_b, †g‡nicyi miKvix K‡jR QvÎ jx‡Mi mfvcwZ Kz`iZ-B †Lv`v iæ‡ej, mvaviY m¤úv`K gvmy` ivbv, Mvsbx Dc‡Rjv QvÎ jx‡Mi mfvcwZ †ZŠwn`yj Bmjvg, mvaviY m¤úv`K wecøe †nv‡mb, m`i _vbv QvÎ jx‡Mi mvaviY m¤úv`K ivRb Avn‡¤§`, gywRebMi Dc‡Rjv QvÎ jx‡Mi mfvcwZ †ivKby¾vgvb †ivKb, mvaviY m¤úv`K †njvj DÏxb jvejy, gywRebMi miKvwi wWMÖx K‡jR QvÎ jx‡Mi mfvcwZ ‡kL mv`x, mvaviY m¤úv`K mvMi †kLmn QvÎ jx‡Mi †bZv-Kg©xiv|