বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য হলেন যারা

Image may contain: 5 people, people standing

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফলে সাধারণ সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে (বাগোয়ান ইউনিয়ন) শাহিন উদ্দিন ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৬ ভোট , ২ নম্বর ওয়ার্ডে (দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়ন) আজিমুল বারী মুকুল পেছেছেন ১৭ ভোট। তার
নিকট তম প্রার্থী রফিকুল ইসলাম গাইন পেয়েছেন ৯ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে (মেহেরপুর পৌরসভা) হাসানুল হক সবুজ
পেয়েছেন ৮ ভোট। তার নিকট তম প্রার্থী মিজানুজ্জামান অপু ৭ ভোট, ৫ নম্বর ওয়ার্ডে (কুতুবপুর ইউনিয়ন) মিরন আহমেদ ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী ইদ্রিস আলী মাষ্টার ৪ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে (বুড়িপোতা ইউনিয়ন) আব্দুল কুদ্দুস ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী আবুল হাসেম পেয়েছেন ৩ ভোট , ৭ নম্বর ওয়ার্ডে (পিরোজপুর ইউনিয়ন) রফিকুল ইসলাম ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী আরিফুল
ইসলাম পেয়েছেন ৫ ভোট, ৮ নম্বর ওয়ার্ড (আমঝুপি ইউনিয়নে) খাজা মঈনুদ্দিন লিটন ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী আব্দুস সামাদ ৩ ভোট, ৯ নম্বর ওয়ার্ডে (ধানখোলা ইউনিয়ন) নির্বাচিত হয়েছেন শওকত আলী ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৬ ভোট, ১০ নম্বরওয়ার্ডে (গাংনী পৌরসভা ও রাইপুর ইউনিয়ন) মজিরুল ইসলাম ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী আনারুল ইসলাম পেয়েছেন ২ ভোট , ১২ নম্বর ওয়ার্ডে (দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নে ) মোহাম্মদ আলী ৯ ভোট পেযে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস পেয়েছেন ৫ ভোট । ১৩নম্বর ওয়ার্ডে (কাজীপুর ইউনিয়ন) মুনছুর আলী ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী হাফিজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট, ১৪নম্বর (ষোলটাকা ও বামন্দি ইউনিয়ন) আইয়ুব আলী ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৮ভোট , ১৫ নম্বর ওয়ার্ডে (মটমুড়া ইউনিয়ন) তোফাজ্জেল হোসেন ৭ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার
নিকট তম প্রার্থী মনিরুজ্জামান পেয়েছেন ৫ ভোট এছাড়া ৩ নম্বর ওয়ার্ডে ( আমদহ ও মহাজনপুর ইউনিয়নে) আসলাম হোসেন শিলু এবং ১১ নম্বর ওয়ার্ডে ( কাথুলী ও সাহারবাটি ইউনিয়নে) তৌহিদ মুর্শেদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত নারী সদস্য হলেন যারা


মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন। তারা হলেন- মেহের-১ আসনে (১,২ও ৩ নম্বর ওয়ার্ডে) নারগিস আরা ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আফরোজা খাতুন পেয়েছেন ২৪ ভোট, মেহের-২ আসনে (৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে) সামিউন বাশিরা পলি ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী রেহেনা খাতুন পেয়েছেন ১৮ ভোট, মেহের-৩ আসনে (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে) শামিম আরা
বিশ্বাস হিরা ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী শাহেরা খাতুন কোন ভোট পাননি, মেহের-৪ আসনে
(৯,১০ ও ১১ নম্বর ওয়ার্ডে) শাহানা ইসলাম শান্তনা ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ফারহানা ইয়াসমিন পেয়েছেন ১৭ ভোট এবং মেহের-৫ আসনে (১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে) সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন গুলশান আরা ৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী রাজিয়া খাতুন ১৯ ভোট

গোলাম রসুল বেসরকারি ফলাফলে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান

Image may contain: 4 people

২৮ ডিসেম্বর ২০১৬ ইং মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ১০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন গোলাম রসুল। তার নিকটতম প্রতিদ্বন্দিপ্রার্থী মিয়াজান আলী। তিনি পেয়েছেন ৮৪ ভোট। এছাড়া অপর দুই চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন বিশ্বাস পেয়েছেন ৫৫ ভোট এবং সাহিদুজ্জামান খোকন পেয়েছেন ২১ ভোট। ধানখোলা ইউনিয়নে ১৩টি ভোটের মধ্যে মিয়াজান আলী ১০ ভোট, গোলাম রসুল ১ ভোট, সাহিদুজ্জামান খোকন, ১ ভোট এবং জিয়া উদ্দিন বিশ্বাস ১টি করে ভোট পেয়েছেন। সাহারবাটি ও কাথুলী ইউনিয়নে মিয়াজান আলী ৯ভোট, গোলাম রসুল ৯ ভোট, জিয়া ৩ ভোট, খোকন ৩ ভোট পেয়েছেন। ষোলটাকা ইউনিয়নে গোলাম রসুল ১০ ভোট,মিয়াজান ৩ ভোট, জিয়া উদ্দিন ৪ ভোট,
সাহিদুজ্জামান খোকন ১০ ভোট । আমঝুপিতে মিয়াজান ৪ ভোট, গোলাম ৩ ভোট, জিয়া ৬ ভোট পেয়েছেন। মেহেরপুর পৌরসভা উপজেলা পরিষদ মিয়াজান আলী ৯, গোলাম রসুল ৫, জিয়া বিশ্বাস ২, খোকন ০ ভোট পেয়েছেন। দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নে গোলাম রসুল ১৫,মিয়াজান আলী ৪, জিয়া ৮, খোকন ০ ভোট পেয়েছেন। ১৫ নম্বর ওয়ার্ডে (মটমুড়া ইউনিয়নে) গোলাম রসুল, মিয়াজান ৭, খোকন ২, জিয়া ০ ভোট পেয়েছেন। বেসরকারী ফলাফলসূত্রে পাওয়া খবর।

জেলা পরিষদ নির্বাচন ২০১৬' বিজয়ী জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল মুজিবনগর স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন।

Image may contain: 14 people, people smiling, people standing
জেলা পরিষদ নির্বাচন ২০১৬' বিজয়ী জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল ও ২নং ওয়ার্ড (দারিয়াপুর ও মোনাখালি ইউনিয়ন) সদস্য বিজয়ী আজিমুল বারী মুকুল সহ অন্যান্য বিজয়ী প্রার্থীরা মুজিবনগর স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন। উপস্থিত নেতৃবৃন্দের কিছু স্থির চিত্র....
Image may contain: 18 people, people standing and outdoor
Image may contain: 6 people, people smiling, people standing, beard and outdoor