
রবিবার, ৫ মার্চ, ২০১৭
মেহেরপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের আহবায়ক কমিটি গঠন

মুজিবনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক


মুজিবনগর এক বিঘা জমির ফলজ ও বনজ গাছের চারা কটে তছরুপ!

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ব্রাক অফিসের পাশে এক বিঘা জমির ফলজ ও বনজ গাছের চারা কেটে তছরুপ করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ফলজ ও বনজ গাছের চারা কেটে তছরুপ করেছে এবং ইতি পূর্বে দুইবার বিভিন্ন গাছ কেটে তছরুপ করা হয়েছে বলে অভিযোগ করেছে জমির মালিক রুহুল আমিন মিঠু। ভুক্তভোগী রুহুল আমিন মিঠু গোপালনগর গ্রামের গ্রামের মৃত
জামাত আলীর ছেলে। তিনি বলেন- ইতি পূর্বে দুইবার ফলজ ও বনজ গাছর কাটা অভিযোগে প্রতিপক্ষের নামে আদালত মামলা আছে। এর পর থেকে প্রতিশোধ নিতে একটার পর একটা ক্ষতি সাধনের চেষ্টা করে আসছেন প্রতিপক্ষরা। গত সোমবার দিবাগত রাতের
যে কোন সময় আবারো গাছের চারা তছরুপ করেছেন।
যে কোন সময় আবারো গাছের চারা তছরুপ করেছেন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)