রবিবার, ৫ মার্চ, ২০১৭

মেহেরপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের আহবায়ক কমিটি গঠন

Image may contain: 2 people, glasses, close-up and textবাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের ৬ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গেল ১৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান টুটুল ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস.এ.এম জাকারিয়া আলমের স্বাক্ষরিত পত্রে মুজিবনগর বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেনকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ্ জামাল ও গাংনী মটমোড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদকে। এছাড়াও অপর তিন সদস্য হলেন -আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু, আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম ও মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মফিজুর রহমান মফিজ।

মুজিবনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Image may contain: 6 people, people sitting and people standingমেহেরপুরের মুজিবনগর থেকে ৬০পুরিয়া গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাগোয়ান গ্রামের নতুনপাড়া নিজ বাড়ী থেকে আটক করা হয়। এ সময় তাদের শরীরের তল্লাশী চালিয়ে ৬০পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত হলো বাগোয়ান নতুনপাড়া গ্রামের জমির খাঁর স্ত্রী কবিরা খাতুন (২৬)। মুজিবনগর থানার (সেকেন্ড অফিসার) এসআই মতিউর রহমান জানান, বাগোয়ান গ্রামে নিজ বাড়ীতে গাঁজা নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কবিরা খাতুন আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ৬০পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতকে মামলাসহ কোর্টেপ্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Image may contain: 5 people, people standing

মুজিবনগর এক বিঘা জমির ফলজ ও বনজ গাছের চারা কটে তছরুপ!

Image may contain: 1 person, standing, sky, outdoor and nature
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ব্রাক অফিসের পাশে এক বিঘা জমির ফলজ ও বনজ গাছের চারা কেটে তছরুপ করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ফলজ ও বনজ গাছের চারা কেটে তছরুপ করেছে এবং ইতি পূর্বে দুইবার বিভিন্ন গাছ কেটে তছরুপ করা হয়েছে বলে অভিযোগ করেছে জমির মালিক রুহুল আমিন মিঠু। ভুক্তভোগী রুহুল আমিন মিঠু গোপালনগর গ্রামের গ্রামের মৃত
জামাত আলীর ছেলে। তিনি বলেন- ইতি পূর্বে দুইবার ফলজ ও বনজ গাছর কাটা অভিযোগে প্রতিপক্ষের নামে আদালত মামলা আছে। এর পর থেকে প্রতিশোধ নিতে একটার পর একটা ক্ষতি সাধনের চেষ্টা করে আসছেন প্রতিপক্ষরা। গত সোমবার দিবাগত রাতের
যে কোন সময় আবারো গাছের চারা তছরুপ করেছেন।