সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

মেহেরপুর ০৭নং এলাকা পল্লী বিদ্যু সমিতির পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ


Image may contain: 20 people, people standing and outdoor


মেহেরপুর পল্লী বিদ্যু সমিতির ০৭নং এলাকার পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ। আজ সোমবার সকাল ১০ টা থেকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন যশোরের নির্বাহী পরিচালক সিস্টেম অপারেশন অফিসার মোজাম্মেল হক। নির্বাচনে মোট ২২৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আব্দুর রশিদ বৈদ্যুতিকপাখা প্রতীকে ১২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাতিল হয়েছে ০৪ ভোট। একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী একরামুল হক বৈদুত্যিক বাল্ব প্রতীকে ৯৮৯ ভোট পেয়েছে। মোট ভোটার ছিল ১০ হাজার ৩শত ২৭Image may contain: one or more people, people sitting, people eating, table and indoor
 ভোট।

মুজিবনগরে অস্ত্র, গুলি ও বোমাসহ দুই যুবক গ্রেফতার

Image may contain: 3 people, people standing
মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে দেশীয় বন্দুক, ২ রাউন্ড গুলি ও ২টি বোমাসহ মিঠুন হোসেন (২৫) ও সাহাদত হোসেন (২৪) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন চিহ্নিত চাঁদাবাজ বলে দাবি পুলিশের। রোববার মধ্য রাতে দারিয়াপুর গ্রামের একটি ইটভাটা থেকে তাদেরকে
গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি। গ্রেফতার মিঠুন মেহেরপুর ঘোষপাড়ার মৃত আবু বক্করের ছেলে এবং লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাহাদাত হেসেন। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, দারিয়াপুর গ্রামের
জাহাঙ্গীরের ইটভাটায় রোববার দিনগত রাত সাড়ে তিনটার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী আক্রমণ করে। তারা অস্ত্রের মুখে
শ্রমিকদের ভয় দেখিয়ে মালিকের কাছে চাঁদা দাবি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে এসআই মতিউর রহমান ও উত্তম চক্রবর্তীকে সঙ্গীয় ফোর্সসহ প্রেরণ করা হয়। ইটভাটা এলাকায় পুলিশের ওই দলটি পৌঁছুলে সন্ত্রাসীরা পিছু হটতে থাকে। পুলিশও বিষয়টি টের পেয়ে তাদেরকে আটকের চেষ্টা করে। দৌড়ে পালানোর সময় মিঠুন ও শাহাদতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ২ রাউন্ড গুলি ও ২টি বোমার উদ্ধার করা হয়। তবে পালিয়ে যায় তাদের সঙ্গীয় কয়েকজন।
এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহযোগী কয়েকজনের নাম স্বীকার করেছে গ্রেফতার দুজন। তাদেরকে গ্রেফতারের চেষ্টাও করছে পুলিশ। মিঠুন ও সাহাদত এবং তাদের কয়েকজন সহযোগির নামে মুজিবনগর থানায অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতার দুজনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

মুজিবনগর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত













Image may contain: 12 people, people sitting and indoor
মেহেরপুর মুজিবনগর উপজেলা ছাত্রলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়াজনে, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ

ছাত্রলীগের সভাপতি শেখ সাদী ও শহর ছাত্রলীগের সভাপতি রাশেদুল হাসান, মোনাখালী ইউপি ছাত্রলীগের সভাপতি জুয়েল ও বাগোয়ান ইউপি ছাত্রলীগের সভাপতিসোহানুর রহমান সোহাগ প্রমুখ।
Image may contain: 25 people, people standing