সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

মেহেরপুর ০৭নং এলাকা পল্লী বিদ্যু সমিতির পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ


Image may contain: 20 people, people standing and outdoor


মেহেরপুর পল্লী বিদ্যু সমিতির ০৭নং এলাকার পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ। আজ সোমবার সকাল ১০ টা থেকে মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন যশোরের নির্বাহী পরিচালক সিস্টেম অপারেশন অফিসার মোজাম্মেল হক। নির্বাচনে মোট ২২৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আব্দুর রশিদ বৈদ্যুতিকপাখা প্রতীকে ১২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাতিল হয়েছে ০৪ ভোট। একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী একরামুল হক বৈদুত্যিক বাল্ব প্রতীকে ৯৮৯ ভোট পেয়েছে। মোট ভোটার ছিল ১০ হাজার ৩শত ২৭Image may contain: one or more people, people sitting, people eating, table and indoor
 ভোট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন