শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন ॥ আ.লীগের সমর্থন পেলেন মিয়াজান আলী


সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন
অ্যাড. মিয়াজান আলী। তিনি মেহেরপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আজ শুক্রবার রাত পৌনে দশটার দিকে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মেহেরপুর
জেলাসহ ৬১ জেলার চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা জেলার কয়েকজন নেতা। দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যান- মেম্বরদের ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদ চেয়ারম্যান ও
মেম্বর। দলীয় সমর্থন পেতে মেহেরপুর জেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৬ জন কেন্দ্রে আবেদন করেন। এর মধ্য থেকে দলীয় সমর্থন পেলেন অ্যাড. মিয়াজান আলী। এ প্রসঙ্গে অ্যাড. মিয়াজান আলী দলীয় সভানেত্রী ও সাধারণ
সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে এলাকার জনগণের সেবা করে আসছি। জেলা পরিষদ
নির্বাচনে সকলের সহযোগিতায় বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

মুজিবনগরে শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গন-শুনানি অনুষ্ঠিত


থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ- সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এ প্রতিপাদ্যে সুনির্দিষ্ট শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক গন-শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলায়তনে মুজিবনগর উপজেলা পরিষদ ও এন সিটি এফ এর আয়োজনে এ গন শুনানি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যন আমিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম ফারুক, এস.আই মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, বাগোয়ান ইউপি চেয়ারম্যন আয়ূব হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির উপ প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ। এছাড়া এন.সি.টি এফ সদস্যরা শিশু সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যালয়ে শিক্ষকের স্বল্পতা দূরিকরণ, বিদ্যালয়ে শারিরীক ও মানসিক শাস্তি বন্ধ, আর্সেনিক মুক্ত পানি, ক্লাসে মোবাইল ফোন বন্ধ, হতদরিদ্র শিশুদের বিনা মূল্যে পড়ার
সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে ব্যাল্য বিবাহ বন্ধ ঘোষনা করা হলেও মুজিবনগর উপজেলায় ২০১৬ সালে ৪১টি বাল্য বিবাহ সংগঠিত হয়েছে বলে তথ্য দি
য়েছে বাগোয়ান ইউনিয়নের শিশু গবেষক মিমি আফসোনা।