শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন ॥ আ.লীগের সমর্থন পেলেন মিয়াজান আলী


সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন
অ্যাড. মিয়াজান আলী। তিনি মেহেরপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আজ শুক্রবার রাত পৌনে দশটার দিকে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মেহেরপুর
জেলাসহ ৬১ জেলার চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা জেলার কয়েকজন নেতা। দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যান- মেম্বরদের ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদ চেয়ারম্যান ও
মেম্বর। দলীয় সমর্থন পেতে মেহেরপুর জেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৬ জন কেন্দ্রে আবেদন করেন। এর মধ্য থেকে দলীয় সমর্থন পেলেন অ্যাড. মিয়াজান আলী। এ প্রসঙ্গে অ্যাড. মিয়াজান আলী দলীয় সভানেত্রী ও সাধারণ
সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে এলাকার জনগণের সেবা করে আসছি। জেলা পরিষদ
নির্বাচনে সকলের সহযোগিতায় বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন