শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে বিএসএফ

Image may contain: 9 people, people standing and stripes
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান ভূক্তভোগীরা। তবে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি বিজিবি। ভূক্তভোগীরা জানান- তারা বিভিন্ন সময়ে ভারতে যাবার পর বিএসএফ এর হাতে আটক হয়। ভারতের বিভিন্ন জেলে সাজাভোগ করার পর বৃহস্পতিবার তাদের ৪০ জনকে নেয়া হয় মুজিবনগর সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন সীমান্তে। পরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে গভীর রাতে দু’টি দলে মোট ১৮ জনকে পুশব্যাক করা হয়। ১০ জনের একটি দলে থাকা ৮ জনের নাম ঠিকানা পাওয়া গেছে। এরা হলেন- সাতক্ষীরা জেলার সাতানী গ্রামের আব্দুল খালেকের ছেলে সাদ্দাম (২৩), পাতাখালীর আব্দুল মান্নানের ছেলে আল মামুন (২৩), সেগুনতলার সাফেক মোড়লের ছেলে জাহাঙ্গীর (২৬) শ্যামনগরের জাকারিয়ার ছেলে মিজানুর (২২), শোলখালীর নূর আলীর ছেলে কাওছার (২৪) ও পারুলিয়ার শাজাহান গাজীর ছেলে শরিফুল গাজী (১৮) এবং বরিশাল জেলার জিয়ানগরের বারেক ফরিদের ছেলে মিরাজ ফরিদ (২০) ও উজিলপুরের নারকেলীর ইউসুফ হালদারের ছেলে মিণ্টু হালদার (২৪)। মুজিবনগর বিজিবি’র ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।
Image may contain: 2 people, people sitting, shoes and outdoorImage may contain: 4 people, people sitting, people standing and outdoor

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন