মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

মুজিবনগরে বাগোয়ান ইউপি যুবলীগের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা


মুজিবনগরে বাগোয়ান ইউপি যুবলীগের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনামুজিবনগরের বাগোয়ান ইউপি যুবলীগের নবনির্বাচিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা জনিয়েছে অত্র ইউপি‘র ৪নং ওয়ার্ড যুবলীগ। মুজিবনগরের তারানগর জয়পুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গতকাল রবিবার বিকেলে বাগোয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের আয়াজনে বাগোয়ান ইউপি যুবলীগের নবনির্বাচিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে\ প্রবিন আ‘লীগ নেতা আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত যুবলীগের আহবায়ক আজিজুর রহমান মুংলা। বিশেষ অতিথির বক্তৃব্য রাখেন নবনির্বাচিত যুবলীগের যুগ্নআহবায়ক মি: বাবুল মল্লিক, টিপু সুলতান ও ইমাজউদ্দীন। বক্তব্য রাখেন যুবলীগ শফিকুল ইসলাম, খাদিমুল ইসলাম ও রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শুরতে ৪নং ওয়ার্ড যুলীগের নেতৃবৃন্দ নবনির্বাচিত আহবায়ক আজিজুর রহমান মুংলা,\যুগ্নআহবায়ক মি: মল্লিক ও নবনির্বাচিত কমিটিনেতৃবৃন্দদের ফুলের মালা পরিয়ে দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন