মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

মুজিবনগর খ্রিস্টান পল্লীতে বড়দিন উদযাপন।

Image may contain: one or more people and indoor
ঈশ্বরের দয়া প্রর্থণা ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ার জন্য গীর্জায় গীর্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ব্যাপক উৎসাহ উদ্দিপনা আর নানা আয়োজনের মধ্যে দিয়ে মুজিবনগর পালিত হয়েছে খৃষ্টীয় সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আজ প্রথম প্রহরে উপজেলার ভবরপাড়া, বল্লভপুর, রতনপুর, তারানগর,নাজিরকোনা ও জয়পুরসহ বিভিন্ন গির্জায় প্রার্থনা করা হয়েছে। প্রার্থনায় বিশ্ব শান্তি কামনা করেছেন খ্রিস্টান সম্প্রদায়। বাড়ী ও রাস্তা আলোক মনোরম সাজে সজ্জিত করা হয়েছিল গির্জাগুলো। ধর্মীয় আচার রীতি পালনের পাশাপাশি বিভিন্ন উৎসবে মেতে উঠেছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। বড় দিন উপলক্ষে গতকাল থেকে মুজিনগরের ভবর পাড়া ও বল্লভপুর শুরু হয়েছে সপ্তাহ ব্যাপি মেলা।
Image may contain: 8 people, people standing and crowdImage may contain: 6 people, people standing and indoor

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন