মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

মুজিবনগরে বই উৎসব অনুষ্ঠিত।

Image may contain: 9 people
Image may contain: 12 people, crowd and outdoor বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিবনগরে বই উৎসব
অনুষ্ঠিত হচ্ছে। নতুন বছরের নতুন বই তুলে দেয়া
হয়েছে ছাত্রছাত্রীদের হাতে। আজ রবিবার সকাল
সাড়ে ১০টার দিকে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় চত্তরে
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন
উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার
মোস্তাফিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম
ফারুক। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সুপার
আহাম্মদ আলী ও ম্যানেজিং কমিটি ও পিটিআই কমিটির
সভাপতিবৃন্দ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলার সকল প্রাথমিক
ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শতভাগ নতুন
বছরের নতুন বই বিতরণ করা হয়।
Image may contain: 7 people, people sitting and weddingImage may contain: 4 people, people sitting

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন