মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার সকালে বিভিন্ন জাগা থেকে পাঁচ জনকে আটক করে পুলিশ। আটক কৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন এরকাছে নেশা ছাড়ার অঙ্গীকার করলে মাদকদব্য আইনের ১৯৯০ সালের ৭( ২) ধারায় ৪জনের কাছ থেকে নগত ১০০০টাকা করে জরিমানা ও ১ জনকে ১৫ দিনের সাজা দেন।সাজা প্রাপ্তরা হল আনন্দবাস গ্রামের কাইদারের ছেলে পিন্টু (২৮) কে ১০০০টাকা,ছাফুর ছেলে বাবুল (২৬) কে ১০০০ টাকা,একই গ্রামের মৃত হেকমতের ছেলে রিপন (২৭) কে ১০০০ টাকা এবং বাগোয়ান গ্রামের দরগাপাড়ার মৃত আমির গাজির ছেলে আশাদুল (৩৭)কে ১০০০ টাকা মৃত হেকমতের ছেলে আলমগীর (৩৫)কে ১৫ দিনের জেল জরিমানা করে। মুজিবনগর থানা ইনচার্য কাজী কামাল হোসেন জানান গত ৯ মার্চ থেকে সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত চলছে। চলবে আগামী ১৮ তারিখ পর্যন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন