বগুড়া থেকে মুজিবনগর আসার পথে পিকনিকে গাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে।যানা
গেছে গাংনী চোকতোলা মাঠে বগুড়া থেকে মুজিবনগর আসার পথে পিকনিকে গাড়িতে
ডাকাতি বৃহস্পতিবার রাত সাড়ে চারটার দিকে এই ডাকাতি সংগঠিত হয়।
দর্শনার্থীদের পক্ষ থেকে বাবলু মিয়া আমাদের জানান বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বগুড়া সদর উপজেলার আকাশ তারা গ্রাম থেকে পারিবারিক ভাবে আমরা পিকনিকের উদ্দ্যেশে মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর রওনাহয় মুজিবনগর আসার পথে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুখ্যাত চোক তোলার মাঠে ভোর সাড়ে চারটার দিকে সাদা মাইক্রো করে এসে রাস্তার উপরে গাছ ফেলে আমাদের ঢাকা চ- ৩২৯৯ রতন পরিবহন গাড়ির গতি রোধ করে যাত্রীদের মারধর করে প্রায় সাড়ে তিনভরি স্বর্ণ ও নগদ ৫০হাজার টাকা লুটপাট করে নেয় গহনা ও টাকা না দিতে চাইলে ডাকাত দল গাড়িতে থাকা বাচ্চাদের মাইক্রোতে তুলে অপহরনের হুমকিদেয় এবং মহিলাদের মারধর করে বাধ্য হয়ে আমরা সমস্ত কিছু তাদের হাতে তুলে দিই।ডাকাতি শেষে ডাকাতরা তাদের ব্যবহিত সাদা মাইক্রোতে করে দ্রুত স্হান ত্যাগ করে।
দর্শনার্থীদের পক্ষ থেকে বাবলু মিয়া আমাদের জানান বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বগুড়া সদর উপজেলার আকাশ তারা গ্রাম থেকে পারিবারিক ভাবে আমরা পিকনিকের উদ্দ্যেশে মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর রওনাহয় মুজিবনগর আসার পথে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুখ্যাত চোক তোলার মাঠে ভোর সাড়ে চারটার দিকে সাদা মাইক্রো করে এসে রাস্তার উপরে গাছ ফেলে আমাদের ঢাকা চ- ৩২৯৯ রতন পরিবহন গাড়ির গতি রোধ করে যাত্রীদের মারধর করে প্রায় সাড়ে তিনভরি স্বর্ণ ও নগদ ৫০হাজার টাকা লুটপাট করে নেয় গহনা ও টাকা না দিতে চাইলে ডাকাত দল গাড়িতে থাকা বাচ্চাদের মাইক্রোতে তুলে অপহরনের হুমকিদেয় এবং মহিলাদের মারধর করে বাধ্য হয়ে আমরা সমস্ত কিছু তাদের হাতে তুলে দিই।ডাকাতি শেষে ডাকাতরা তাদের ব্যবহিত সাদা মাইক্রোতে করে দ্রুত স্হান ত্যাগ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন