মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাসেদ আলী (৩০) নামের এক মোটরসাইকেল চালক গুরতর জখম হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মুজিবগর উপজেলার মোনাখালী গ্রামের চাঁদ আলীর ছেলে বাসেদ আলী মোটরসাইকেল যোগে নিজগ্রাম থেকে কেদারগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এসময় কেদারগঞ্জে বাজারের আগে ব্রিকফিল্ডের কাছে মোটরসাইকেল নিযন্ত্রন হারিয়ে পথের পাশে রাখা ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এসময় সে সড়কে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার পায়ের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহাবুব আজাদ রাজিব তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রের্ফাড করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন