শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

মুজিবনগর ভবেরপাড়া চার্জ অব বাংলাদেশ প্যারিশে কীর্ত্তণ উৎসব ২০১৬ এর শুভ উদ্বোধন।

মুজিবনগর ভবেরপাড়া চার্জ অব বাংলাদেশ প্যারিশে কীর্ত্তণ উৎসব ২০১৬ এর শুভ উদ্বোধন।bdhatbazzar.com

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের ভবেরপাড়া চার্জ অব বাংলাদেশ প্যারিশে কীর্ত্তণ উৎসব ২০১৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  এতদূঅঞ্চলের ডীন  মাননীয়  রেভা .বিলিয়ন সরদার এর  সভাপতিত্বে   প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মাননীয়  মডানেটর তথা কুষ্টিয়া ডায়োসিসের মহামান্য বিষব রেভা. সুনীল মানখিন মহোদয়। বিশেষ অতিথি ছিলেন ধর্ম পল্লীর প্রধান   ডমেনিক হালদার, কার্পাসডাঙ্গা  মন্ডলীর প্যারিশ পুরোহিত  ‍ইম্মানুয়েল মিঠু মল্লিক, রতনপুর  পুরোহিত  মিখায়েল সরেন, ভবেরপাড়া  ধর্ম পল্লীর মাননীয় রেভা.অনিয় মিস্ত্রি মহোদয়, ইউপি সদস্য  সংকর বিশ্বাস,ইউপি সদস্য ফিলিপ মল্লিক, সহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিল। অনুষ্ঠান সঞ্চালনয় ছিলেন ক্লিমেন্ট  অরুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন