রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

মুজিবনগর উপজেলায় জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমী পি.এস.সি পরীক্ষায় সেরা

Image may contain: 39 people
মুজিবনগর উপজেলায় পিএসসি পরীক্ষায় সেরা হয়েছে “জিনিয়াস প্রি-ক্যাডেট একাডেমী”। পরীক্ষায় পাশের হার শত ভাগ। ২৯ জন জিপিএ ৫ পেয়েছে তারা হলে আকাশ ইকবাল, গালিব রাব্বি, আতাউল্লা আল মাহমুদ, এস. এম. সাজ্জাদ,
মারুফ হোসেন, সোহান, আবু-সাঈদ, আবু খালেক, সামিউল ইসলাম, রাসেল, মেহেদী হোসেন, জুনায়েত হোসেন, হাছিবুল, ছাব্বির, সরফরাজ আহম্মেদ, আল শাহরীয়া খাঁন, তানবীর, সাইমুম আহম্মেদ, আরিফুল, সুরাইয়া আক্তার, ফাইরুজ আনিকা, জান্নাতুল মাওয়া, নুসরাত তাবাসসুম রীফা, সুমাইয়া, প্রথমা ইয়াসমীন, উম্মে হাবীবা, তাসনীম, মীম ও সুমাইয়া আক্তার মারিয়া। এ গ্রেড পেয়েছে ২২জন, তাদের নাম হলে রাব্বিউল, তানভির, আরিফুল, রকিবুল হাসান, ওয়ালিদ হাসান, খালিদ বিন ওয়ালিদ, সাজ্জাদ, লিখন, এজাজ মাহমুদ, আশিক, সাঈদ হোসেন, আব্দুল মুজাইদ, সামিয়া,ফাউজিয়া করিম, ফাতিহা খাতুন, সানজিদা ইয়াসমিন, সাধীনা, প্রীতি আক্তার, খাদিজা খাতুন, কামিনি, সাদিয়া ও জেনেফার সপ্তর্ষী মল্লিক। শতভাগ ভাগ পাশ করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন