মুজিবনগর জিনিয়াস প্রি ক্যাডেট একাডেমীর ছাত্রী ২০১৬ পি এসসি পরীক্ষায়
প্রথমা ইয়াসমিন গোল্ডেন প্লাস পেয়েছে। সে মুজিবনগর উপজেলার মানিকনগর
গ্রামের আরশাদ মল্লিকের নাতনী ও দৈনিক আকাশ খবরের মুজিবনগর ব্যুরো প্রধান ও
প্রথমা মেডিকেল হলের স্বত্তাধিকারী রেজাউল করিম রেজা ও তার পত্নী রিনা
সুলতানা রেজার ১মাত্র কন্যা। প্রথমা গোল্ডেন প্লাস পাওয়াই আজ তাকে শুভেচ্ছা
জানিয়েছেন দৈনিক আকাশ খবরের প্রকাশক ও সম্পাদক এড,তছিরুল আলম মালিক ডিউক,
ভারপ্রাপ্ত সম্পাদক তানজির আহমেদ রনি ও বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান মনি।
ভবিষ্যতে প্রথমা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত
মানুষ হতে চায়। এ জন্য সকল স্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছে সে।
মানুষ হতে চায়। এ জন্য সকল স্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছে সে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন