বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

মুজিবনগরে কুষ্ঠ রোগ বিষয়ক ওরিয়েন্টেশন সভা

Image may contain: 4 people , people smiling , people sitting and people standing কুষ্ঠ রুগীর লক্ষন ও চিকিৎসা বিষয়ক ওরিয়েন্টেশন সভা করেছে মেহেরপুর সি.বি.এস.ডি.পি নামের একটি সংগঠন। আজ বুধবার সকালে দারিয়াপুর  ইউনিয়ন পরিষদে এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বুকুলের সভাপতিত্বে ওই সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির ব্যবস্থাপক সন্ধ্যা মন্ডল, ম্যানেজার মিস কৃষ্ণ চক্রবতী, দিলেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিনিয়র প্রজেক্ট আফিসার খালেকুজ্জামান ও রোজ মেরী খুশি পাল। ওরিয়েন্টেশন সভায় ভিজিডি‘র ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন। অনুরুপ‘ গত মঙ্গলবার মোনাখালী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানের সভপতিত্বে কুষ্ঠ রুগীর লক্ষন ও চিকিৎসা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন