বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে মুজিবনগরে এ্যাডভোকেসী সভা

Image may contain: 4 people , people sitting
আগামি ১০ই ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন সফল করতে এ্যাডভোকেসী সভা করেছে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত অবহিত করণ সভায় সভাপতিত্ব
করেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, এস.আই সুলতাল মাহাম্মদ প্রমুখ। স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে যার যার অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রাতকানা রোগ প্রতিরোধসহ শিশুর মানসিক ও শারীরিক বিকাশে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাসপুল খাওয়ানোর আহাবান জানান ডা. আবু হেনা মোহাম্মদ জামাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন