বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

মুজিবনগরে মোড়ক উন্মোচন করা হল এমডি মনিরের প্রথম একক কাব্যগ্রন্থ “অন্তরালে’

Image may contain: 5 people , people sitting, people standing and indoor
মেহেরপুরে এমডি মনিরের প্রথম একক কাব্যগ্রন্থ ‘অন্তরালে’র মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার
বিকেলে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বইটির মোড়ক উন্মোচন করেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক, লেখক ও লোকগবেষক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বিশেষ অতিথি ছিলেন যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফিজুর রহমান টিপু, টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারি শিক্ষক শাহাজান  আলী, কথা সাহিত্যিক শ্বাশত নিপ্পন। স্বাগত বক্তব্য রাখেন ‘অন্তরালে’র লেখক এম ডি মনির। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সহকারি শিক্ষক সানোয়ার হোসেন, এ্যাড. সাইফুল ইসলাম সাহেব, মফিজুর রহমান মফিজ। উল্লেখ্য, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের জামারুল ইসলাম ও মেহেজান খাতুনের সন্তান এমডি মনির। তিন ভাইয়ের মধ্যে মেজ। তিনি টেংরামারি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পাশ করেন। তারপর মেহেরপুর সরকারি কলেজে
ভর্তি হয়ে এইস.এস.সি পাশ করে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। পাশপাশি লেখালেখির কাজ চালিয়ে যান। এই প্রথম প্রকাশিত হলো তার লেখা একক কাব্যগ্রন্থ ‘অন্তরালে’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন