মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীর উদ্যোগে মোনাখালী ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মোনাখালী ফুটবল খেলার মাঠে ক্রিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, ইউপি সদস্য মফিজুর রহমান মফিজ, রেজাউল ইসলাম, দুল্লপ হোসেন এবং সার্বিক পরিচালনায় আব্দুল খালেক ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শিবপুর একাদশ ৯১ রানে কোলা একাদশকে পরাজিত করেছে। টসে জিতে কোলা
একাদশ শিবপুর একাদশকে ব্যাট করার আমন্ত্রন জানায়। শিবপুর একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে
৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করে নাজিদুল। জবাবে খেলতে নেমে কোলা একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করে। বিজয়ী দলের নাজিদুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ১২টি দল অংশ নিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন