মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

চার্চ অব বাংলাদেশ কুষ্টিয়া ডায়োসিস বল্লভপুর ডিনারী আয়োজনে ১২২তম ধন্য বুধবার মহাসভা ২০১৭ শুভ উদ্ভোধন

ষ্টাফ রিপোর্টার ::::মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের সাধু আন্দ্রিয়ের চার্চ প্রাঙ্গনে ২ দিন ব্যাপি  ১২২ তম ধন্য বুধবার মহাসভার শুভ উদ্বোধন  উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে এতদ অণ্চলের অণ্চল প্রধান পুরোহিত,ডীন রেভা: শিমসন মজুমদার এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চার্চ অব বাংলাদেশ ডেপুটি মডারেটর,কুষ্টিয়া ডায়োসিসের মহামান্য বিশপ রাইট রেভা: স্যামুয়েল সুনিল  বিশেষ অতিথি হিসাবে উপস্হিত কুষ্টিয়া ডায়োসিস উমেন্স ফেলোশীপের কনভেনর ও কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস মনিতা মানখিন,রাজশাহী ডিনারীর ডীন রেভা: বিলিয়ম সরদার,ঢাকা ডিনারীর ডীন রেভা:শলোমন কিস্কু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন,ময়মনসিংহ ব্রাদার হাউজের তেইজে ব্রাদার সিগমা,চার্চ অব বাংলাদেশ, বল্লভপুর ডিনারীর সম্পাদক এবং বাগোয়ান ইউপি সদস্য মি:সংকর বিশ্বাস,১২২তম ধন্য বুধবার মহাসভা পরিচালনা কমিটির সভাপতি মি: দিলিপ মল্লিক,রতনপুর চার্চের পুরোহিত রেভা:ফিলিপ বিশ্বাস,ঢাকা সাভার চার্চের পুরোহিত রেভা: ইন্মানুয়েল মিঠু মল্লিক,ধন্য  বুধবার সভা কমিটির সম্পাদক মি:আরাধন মন্ডল,ভবরপাড়া সাধু আন্দ্রিয়ের চার্চের সম্পাদক মি: উত্তম মন্ডল,রাজশাহী নওগাঁ চার্চের পুরোহিত রেভা: অধির গাঠিয়া,  শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভবেরপাড়া সাধু আন্দ্রিয়ের চার্চের সম্পাদক উত্তম মন্ডল,  ক্যাটেখ্রীষ্ট মি:ফিলিপ মন্ডল,সভা কমিটির সভাপতি ও ইউপি সদস্য দিলিপ মল্লিক,  সম্পাদক আরাধন মন্ডল,বল্লভপুর ডিনারী সম্পাদক ও ইউপি সদস্য মি: সংকর বিশ্বাস,মিসেস মনিতা মানখিন,রেভা: বিলিয়ম সর্দার, আরো অনেক পুরোহিত বৃন্দ এবং সব শেষে প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে শেষে মোমবাতি প্রজ্জলন করে এবং সকল অতিথি বৃন্দ প্রধান অতিথির মোমবাতি থেকে তাদের নিজ নিজ মোমবাতি প্রজ্জোলন করেন এবং প্রধান অতিথি মাইকে ১২২ তম ধন্য বুধবার মহাসভার শুভ উদ্ভোধন ঘোষনা করেন। অনুষ্ঠানটির সার্বিক সণ্চালনায় ছিলেন ক্লেমেন্ট অরুন মন্ডল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন