মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৭নং এলাকার নবনির্বাচিত পরিচালককে সংবর্ধনা

 ষ্টাফ রিপোর্টার > মঙ্গলবার বিকালে কেদারগন্জ বাজারে  মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ ছাত্র লীগ কর্তিক মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ৭নং এলাকা মুজিবনগর নবনির্বাচিত পরিচালক আব্দুর রশিদকে সংবর্ধনা দেওয়া হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু,মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তুষার ইমরান,সাবেক সভাপতি শাহওয়ালীউল্লাহ সোহাগ,সাবেক সাধারণ সম্পাদক পরাগ আজম,সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজামান মিঠু,যুগ্নসাধারণ সম্পাদক সাব্বির হোসেন শিশির,আরো উপস্হিত ছিলেন ছাত্রনেতা সাজু,     নাহিদ,বিদ্যুত,তুষার,আলমগীর,সাগর, মামুন,সালাম,তৌহিবুল সহ আরো অনেকে।অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালককে ফুলের মালাপরিয়ে সংবর্ধিত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন